বিনোদন ডেস্ক : জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী বিদ্যা বালনের মাথায় এবার যুক্ত হলো নতুন মুকুট। সম্প্রতি ‘প্রাইড অব কেরল’-এর প্রশংসা যোগ হল তার নামের পাশে। ওয়ার্ল্ড মলয়ালি কাউন্সিল এবং কেরালার কইরালি টিভির পক্ষ থেকে এই সম্মান পেয়েছেন তিনি। স্বভাবতই তিনি অনেক খুশি তাই ট্যুইট করে জানিয়েছেন, ‘এই অ্যাওয়ার্ড পেয়ে খুব গর্বিত মনে হচ্ছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।’ আপাতত ঋভু দাশগুপ্তের পরিচালনায় অমিতাভ বচ্চনের সঙ্গে ‘তিন’ ছবির শুটিংয়ে ব্যস্ত নায়িকা।
সম্প্রতি আরও একটি বিতর্কিত বিষয় নিয়ে মুখ খুলেছেন বিদ্যা। কেরালার সাবারিমালা মন্দিরে একটি বিশেষ সময় মেয়েদের প্রবেশ নিষিদ্ধ। সে বিষয়ে তিনি বলেন, ‘আমার মনে হয়, আমরা মেয়েরাই নিজেদের জন্য অনেক বাধা সৃষ্টি করি। এখনো পর্যন্ত বেশ কিছু পেশায় মেয়েরা দর্শকের ভূমিকাই পালন করে।’ সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলায় অবশ্য মন্দির কর্তৃপক্ষের হয়েই প্রশ্ন করেছে কেরালার সরকার।
১৫ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই