বিনোদন ডেস্ক: বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফের গানের একটি গানের মিউজিক ভিডিওতে এবার দেশবরেণ্য শিল্পী সৈয়দ আব্দুল হাদী মডেল হচ্ছেন। আসিফ নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে জানিয়েছেন, ‘একদিন বৃদ্ধ হবো’ গানের জন্য মিউজিক ভিডিও নির্মাণ করছেন। সেখানে মডেল হতে সম্মতি জানিয়েছেন এই কিংবদন্তি শিল্পী।
আসিফ বললেন, ‘ভাবছিলাম হাদী ভাইকে প্রস্তাবটা কিভাবে দিবো !! কুমার বিশ্বজিৎ দা’র অ্যালবাম প্রকাশনা উৎসবে পেয়ে গেলাম। একটু ইতস্তত হয়ে বলেই ফেললাম আপনাকে আমার ‘একদিন বৃদ্ধ হবো’ গানটাতে অভিনয় করতে হবেই, তিনি হেসে রাজী হয়ে গেলেন।’
আসিফ আরো জানান, ‘গানটিতে একজন শিল্পীর বর্ণময় জীবন ও করুণ সমাপ্তি তুলে ধরা হয়েছে। দারিদ্র্য না থাকলেও একাকীত্ব, অবহেলা আর পুরনো স্মৃতি রোমন্থন করে বেঁচে থাকার কষ্ট সব শিল্পীকেও পেতে হয়। এমন একজন শিল্পীর চরিত্রে হাদী ভাইকেই বেশি মানাবে বলে আমার বিশ্বাস।’
তিনি আরো জানালেন, আগামী কয়েকদিনের মধ্যে এর দৃশ্যধারণ হবে। নির্দেশনা দেবেন ইয়ামিন ইলান। রাজীব আহমেদের কথায় এর সুর করেছেন মনোয়ার হোসেন টুটুল। কি-বোর্ডে ছিলেন মানাম আহমেদ।
১৫ ফেব্রুয়ারী ২০১৬/এমটিনিউজ২৪/জেএম/আরএম