সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৬, ১০:১৪:১৩

অনুষ্ঠানে অগ্নিকাণ্ড, অল্পের জন্য প্রাণে বাঁচলেন অমিতাভ-আমির খান

অনুষ্ঠানে অগ্নিকাণ্ড, অল্পের জন্য প্রাণে বাঁচলেন অমিতাভ-আমির খান

বিনোদন ডেস্ক: মুম্বাইয়ের এক জমকালো অনুষ্ঠানে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর সেখানে উপস্থিত বলিউড তারকা অমিতাভ বচ্চন ও আমির খান অল্পের জন্য প্রাণে খান প্রাণে বেঁচেছেন। ওই অনুষ্ঠানে আরো ছিলেন হেমা মালিনী।-খবর বিবিসি।

খবরে বলা হয় বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মেক ইন ইন্ডিয়া’ ক্যাম্পেইনের অংশ হিসেবে নাচ গানের এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিলো।

স্টেজে ঝলমলে পোশাকের নৃত্যশিল্পীদের নাচ চলার এক পর্যায়ে হঠাৎ শর্ট সার্কিট থেকে স্টেজের নিচে আগুন লাগে যায়।

আগুন টের পাওয়ার পরও তারা নাচ চালিয়ে যাচ্ছিলেন।

এক পর্যায়ে মহারাষ্ট্রের চিফ মিনিস্টার দেভেন্দ্রা ফাদনাভিস নিজে হাত নেড়ে তাদের থামতে বলেন। এর পর সবাইকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।

সিনেমায় অভিনয়ে আগুন বা দুর্ঘটনার হাত থেকে অনেক সময় হেরোইনকে বাঁচালেও এক্ষেত্রে নিজেরাই দৌড়ে প্রাণে বেঁচেছেন অমিতাভ বচ্চন, আমির খান, হেমা মালিনী।
১৫ ফেব্রুয়ারী ২০১৬/এমটিনিউজ২৪/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে