সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৬, ১০:১৪:১৩

নায়লা নাঈমের গানে বাজিমাত

নায়লা নাঈমের গানে বাজিমাত

বিনোদন ডেস্ক : আলোচিত চলচ্চিত্র ‘রাত্রীর যাত্রী’।  চলচ্চিত্রটি নির্মাণ করেছেন হাবিবুল ইসলাম হাবিব।  এতে আইটেম গার্ল হিসেবে নাচতে দেখা যাবে সময়ের আলোচিত মডেল নায়লা নাঈমকে।  

নির্মানাধীন চলচ্চিত্রটির আইটেম গানটি এরই মধ্যে ইউটিউবে প্রকাশ পেয়েছে।  প্রকাশের মাত্র পাঁচদিনেই রীতিমত ঝড় তুলেছে।

নির্মাতা হাবিবুল ইসলাম হাবিবের দাবি, মাত্র পাঁচদিনেই এক লাখ দর্শক উপভোগ করেছেন নায়লা নাঈমের নাচ।  ‌‘আমি সুন্দরী নারী’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন ব্রিটেন প্রবাসী শিল্পী রুবাইয়াত জাহান।

সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়িকা মৌসুমী।  মৌসুমীর প্রেমিক হিসেবে অভিনয় করতে দেখা যাবে আনিসুর রহমান মিলনকে।  

তার বাবা হিসেবে থাকছেন চলচ্চিত্রের নন্দিত অভিনেতা এটিএম শামসুজ্জামান।  মৌসুমীর ভাই ও তার স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন মারজুক রাসেল ও সোনিয়া হোসেন।

রয়েছেন বরেণ্য নির্মাতা সালাউদ্দিন লাভলু, শহিদুল আলম সাচ্চু, অরুণা বিশ্বাস, রেবেকা, শিমুল খান, জিয়া তালুকদার, শিমুল আহমেদ, আনান জামানসহ আরো অনেকে।

১৫ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে