সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৬, ১০:২১:৪৮

আলােচনায় কেটি হোমস

আলােচনায় কেটি হোমস

বিনোদন ডেস্ক : পাঁচ বছর বয়স থেকে মেকআপ! তার উপর হাই-হিল জুতো। মেয়ে সুরিকে নিয়ে কম পরীক্ষা-নিরীক্ষা করেননি টম ক্রুজের সাবেক স্ত্রী কেটি হোমস। সংবাদমাধ্যমে যা নিয়ে রীতিমতো আলােচনায় থেকেছেন তিনি। হবেন না-ই বা কেন! পাঁচ বছর বয়সে মেয়েকে ‘স্টারবাক্‌স’এ নিয়ে গিয়ে কফিতে চুমুক দেয়া শিখিয়েছেন যে! আবার ওই পাঁচ বছরে যখন দুনিয়ার বাচ্চারা ফিডিং বোতল ছাড়তে উত্সাহী, কেটি সেটাই ধরিয়ে দিয়েছেন সুরির হাতে। এমনিতে ন’মাস বয়সেই চিকিত্সকেরা বোতল ছাড়তে পরামর্শ দিয়ে থাকেন। সুরি বেচারা মা-বাবার কাজের চাপে বছরের পর বছর সেটাই ধরে থেকেছে।

উল্লেখ্য, ২০০৫ সালে কেটি হোমস এবং টম ক্রুজের বাগদান হয়। পরের বছর তাদের একমাত্র সন্তান সুরির জন্ম হয়। মেয়ের জন্মের পরেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। ২০১২ সালে তাদের সংসারে ভাঙন ধরে। জুলাই মাসের ৯ তারিখে তাদের তালাক হয়ে যায়। এটি ছিল কেটি হোমসের প্রথম এবং টম ক্রুজের জীবনের তৃতীয় তালাক। এর আগে অভিনেত্রী মিমি রজার এবং নিকোলে কিডম্যানের সঙ্গে যথাক্রমে তিন এবং এগারো বছর ঘর করেছেন ৫৩ বছর বয়সী এই হলিউড অভিনেতা।
১৫ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে