বুধবার, ০৭ আগস্ট, ২০২৪, ০৭:০৭:২৬

হিরো আলমকে লাঞ্ছিত করে বের করা হলো এফডিসি থেকে

হিরো আলমকে লাঞ্ছিত করে বের করা হলো এফডিসি থেকে

বিনোদন ডেস্ক : কোটা সংস্কার আন্দোলন থেকে রূপ নেওয়া অসহযোগ আন্দোলনে গণপ্রতিরোধের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে গিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। 

হাসিনার পদত্যাগের এই আন্দোলনে সাড়া দিয়ে রাজপথে নেমেছিলেন দেশের শোবিজ অঙ্গনের অসংখ্য তারকা। এই আন্দোলনে সংহতি জানিয়ে একটি সমাবেশে হাজির ছিলেন দেশের আলোচিত ইউটিউবার হিরো আলমও। যদিও তাকে সমাবেশে দেখে বিব্রত হয়েছিলেন অনেকেই।

তবে এবার এফডিসি থেকে রীতিমতো লাঞ্ছিত করে বের করা হলো হিরো আলমকে।

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) লাঞ্ছিত হলেন কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। মঙ্গলবার (৬ আগস্ট) সকালে সরকার পতন আন্দোলনের সঙ্গে যুক্ত থাকা সব শিল্পী-নির্মাতা-কলাকুশলী উপস্থিত হন বিএফডিসি প্রাঙ্গণে। এ সময় এ ঘটনা ঘটে।

জানা যায়, চলচ্চিত্রের আঁতুরঘর গিয়ে সেখানে আগে থেকে উপস্থিত কিছু অনলাইন প্ল্যাটফর্ম ও ইউটিউবারদের সঙ্গে কথা বলছিলেন হিরো আলম। এ সময় হঠাৎ করেই কিছু বিক্ষুব্ধ জনতা তাকে টানাহেঁচড়া শুরু করেন। একপর্যায়ে অনেকটা বাধ্য হয়েই সেখান থেকে বের হয়ে যান হিরো আলম। 

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সরকার পতনে উচ্ছ্বাস প্রকাশ করছেন দেশের তারকারাও।

গত কয়েক দিনে প্রায় ৪৭০টি থানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগসহ লুটপাট করা হয়েছে। পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে