সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:১৯:৪১

এবার মীমের ‘হরিপদ ব্যান্ডওয়ালা’ সোহম

এবার মীমের ‘হরিপদ ব্যান্ডওয়ালা’ সোহম

বিনোদন ডেস্ক : কলকাতার জনপ্রিয় অভিনেতা সোহম এবং বাংলাদেশের লাক্স সুপারস্টার বিদ্যা সিনহা মীম এক সাথে জুটি হয়ে অভিনয় করেছেন ‘ব্ল্যাক’ ছবিতে। এবার এই জুটিকে দেখা যাবে ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় এ বার একটি কমেডি ছবিতে। ছবির নাম ‘হরিপদ ব্যান্ডওয়ালা’। এটি মিমের প্রথম কমেডি ছবি। ২০১৬-এর মাঝামাঝি শুরু হবে এই ছবির শুটিং। ছবিটি পরিচালনা করেছেন কলকাতার পরিচালক কৌশিক মিত্র।

এই ছবিতে একেবারে নতুন রূপেই দেখা যাবে এই জনপ্রিয় অভিনেতাকে। এক্কেবারে হ্যারি পটার রূপেই এবার পর্দায় হাজির হবেন তিনি! তবে এই হ্যারি পটার সেই হ্যারি পটার নায়। তবে ছবিটির নাম এখনো চূড়ান্ত করা হয়নি।

জানা যায়, কয়েক দিন আগে কলকাতায় গিয়ে ছবিটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন মীম। ছবির জন্য সোহমের সঙ্গে ফটোসেশনেও অংশগ্রহণ করেছেন তিনি। ১ মার্চ থেকে ছবিটির শুটিংয়ের জন্য শিডিউল নেয়া হয়েছে। ছবিটি প্রযোজনা করবেন কলকাতার প্রযোজক রবি কিনাগি। এই ছবিতে সোহম, মীম ছাড়াও থাকবেন কলকাতার আরেক অভিনেত্রী কমলিকা বন্দ্যোপাধ্যায়।

এই ছবিতে একেবারে অন্যরকম একটি চরিত্রে অভিনয় করবেন কমলিকা বন্দ্যোপাধ্যায়। ‘কাঙাল মালসাট’, ‘গান্ডু’-এর মতো ছবিতে কমলিকার অভিনয় প্রশংসিত হয়েছে। ‘হরিপদ ব্যান্ডওয়ালা’ ছবিতে নতুন ভূমিকায় তাকে দেখবেন দর্শকরা। সম্প্রতি একটি ফটোশুটে অংশ নিয়েছিলেন তারা।
১৫ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে