সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:২০:৪৯

সম্পর্কের কথা জানিয়ে বিপাকে জাস্টিন বিবার

সম্পর্কের কথা জানিয়ে বিপাকে জাস্টিন বিবার

বিনোদন ডেস্ক : মডেল হ্যালি বল্ডউইন এবং জাস্টিন বিবারকে নিয়ে আলোচনা এখন তুঙ্গে। তবে ভালোবাসা দিবসে মডেল হ্যালি সোজাসাপটা জানিয়ে দেলেন, জাস্টিন বিবার তার প্রেমিক নন! বরং তাদের দু’জনের মধ্যে যে সম্পর্ক রয়েছে, সেটা একান্তই ব্যক্তিগত রাখতে চান হ্যালি।

‘জাস্টিন মোটেই আমার বয়ফ্রেন্ড নয়! আমাদের মাঝে যেই সম্পর্কটা রয়েছে, সেটি একান্তই ব্যক্তিগত রাখতে চাই। এখনকার দিনে সম্পর্কগুলো এমনিতেই বড্ড জটিল হয়ে পড়ছে। এর মধ্যে আমাদের দু’জনের সম্পর্ক নিয়ে লোকে তিলকে তাল করে তুলছেন,’ বিরক্তি ভাব নিয়েই বললেন হ্যালি। অবশ্য ইনস্টাগ্রামে নিজেদের ঘনিষ্ঠ ছবি দিয়ে প্রেমের সোচ্চার ঘোষণাটা কিন্তু জাস্টিনই করেছিলেন। কিন্তু তা নিয়ে আলোচনা শুরু হওয়ার পর তাদের প্রকাশ্যে বেরনো মুশকিল হয়ে পড়েছে।

এমনকি, ডেট’এ যেতেও পারছেন না এই জুটি! তাই হয়তো কিছুটা সাবধান হচ্ছেন তারা। ‘আমাদের মধ্যে যা-ই থাকুক না কেন, সেটা শুধুমাত্র দু’জনের মধ্যেই থাকতে দিন,’ স্পষ্ট জানিয়ে দিয়েছেন হ্যালি।
১৫ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে