শুক্রবার, ০৯ আগস্ট, ২০২৪, ১২:৪৯:৪৬

'আমার সেই ইচ্ছা পূরণ হতে যাচ্ছে'

'আমার সেই ইচ্ছা পূরণ হতে যাচ্ছে'

বিনোদন ডেস্ক : ‘অভিনয় ক্যারিয়ারে নানা ধরনের সিনেমায় অভিনয় করেছি। কিন্তু ভালো গল্পের মুক্তিযুদ্ধের সিনেমায় কখনোই অভিনয় করিনি। ‘ছোঁয়া’ সিনেমা দিয়ে আমার সেই ইচ্ছা পূরণ হতে যাচ্ছে। ক্যামেরার সামনে নিজেকে কীভাবে তুলে ধরা যায় তা নিয়ে ভাবছি। পাশাপাশি প্রস্তুতিও চলছে কিছুটা। আশা করছি, নিজের সেরাটা দিয়ে এ সিনেমায় অভিনয় করব’।

‘ছোঁয়া’ সিনেমায় কাজের প্রসঙ্গে এভাবেই বললেন অভিনেত্রী ও মডেল কাজী নওশাবা আহমেদ। চলতি বছরের নভেম্বরে এ সিনেমার দৃশ্যধারণ শুরু হবে। এটি পরিচালনা করেছেন রকিবুল হাসান।

নওশাবা আরো বলেন, ‘রকিবুল হাসান আমার প্রিয় একজন নির্মাতা। ইতোমধ্যে ভালো কিছু সিনেমা তিনি নির্মাণ করেছেন। এবার তিনি ফিচার ফিল্ম বানাচ্ছেন। তার এ যাত্রায় সহযাত্রী হতে পেরে ভালো লাগছে। সিনেমার গল্প অসাধারণ। যে কারোরই পছন্দ হবে। আমার অভিনীত চরিত্রটিও সুন্দর। শুটিংয়ে আগে নিজের অভিনীত চরিত্রটি নিয়ে বিস্তারিত বলতে চাই না। আমি চাই, দর্শক পর্দায়ই আমার চরিত্রটি সম্পর্কে জানুক। গল্প ও চরিত্র মিলে ভালো কিছু হবে এ আশা করাই যায়।’

সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন একুশে পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেত্রী দিলারা জামান। ‘ছোঁয়া’ সিনেমা ছাড়াও আবরার আতাহারের পরিচালনায় ‘আই অ্যাম আপ’ সিনেমার কাজ প্রায় শেষ করেছেন নওশাবা। এ ছাড়াও তার হাতে রয়েছে আরো একটি সিনেমা।

দেশের গণ্ডি পেরিয়ে পশ্চিমবঙ্গের ‘যত কাণ্ড কলকাতাতে’ সিনেমায় নওশাবার অভিনয় করছেন এটি কমবেশি সবাই জানেন। সিনেমাটির কাজ শেষ হয়েছে। চলতি মাসের শেষের দিকে এর ডাবিং হবে। ডাবিংয়ে অংশ নিতে শিগগিরই কলকাতা যাবেন তিনি। এদিকে নওশাবা অভিনীত সিনেমা ‘ছাড়পত্র’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি সম্প্রতি কলকাতার ‘সাউথ এশিয়ান কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল’-এ প্রদর্শিত হয়েছে। এটি পরিচালনা করেছেন অপরাজিতা সংগীতা।

উৎসবে অংশ নেওয়া প্রসঙ্গে এ অভিনেত্রী বলেন, ‘নিজের কোনো সিনেমা কলকাতার উৎসবে প্রদর্শিত হয়েছে। এটা আনন্দের। সিনেমার নির্মাতার সঙ্গে আমিও উৎসবে ছিলাম। দর্শকরা সিনেমাটির বেশ প্রশংসা করেছেন।’

এ সময়ে সিনেমায় ব্যস্ততাই বেশি। এমনটিই জানালেন এ অভিনেত্রী। পাশাপাশি মঞ্চেও কাজ করছেন তিনি। গত ২৩ জুলাই ‘সিদ্ধার্থ’ নাটকের শোতে অংশ নিয়েছেন নওশাবা। এটি নির্দেশনা দিয়েছেন রেজা আরিফ। বন্ধন বিশ্বাসের পরিচালনায় ‘ছায়াবৃক্ষ’ সিনেমায় সর্বশেষ অভিনয় করেছিলেন নওশাবা। সিনেমাটি মুক্তি পেয়েছে। ‘ছোঁয়া’ সিনেমা নিয়ে কতটা সাড়া জাগাতে পারে তা দেখার অপেক্ষায় রয়েছেন তর ভক্ত ও দর্শকরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে