মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৬, ০৮:৩৮:০৩

ভালো নেই ‘ম্যাডাম ফুলি’ খ্যাত সিমলা

ভালো নেই ‘ম্যাডাম ফুলি’ খ্যাত সিমলা

বিনোদন ডেস্ক: বাংলাদেশের চলচ্চিত্র জগতের জনপ্রিয় নায়িকা ম্যাডম ফুলি খ্যাত সিমলাকে অনেক দিন থেকেই নতুন কোনো ছবিতে পাওয়া যাচ্ছিল না। সবশেষ রুবেল আনুশের ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ এবং রাশিদ পলাশের ‘নাইওর’ ছবিতে কাজ করেন তিনি। এ ছবি দুটির কাজ এখনও বাকি। অনেকদিন ফোনও বন্ধ ছিল এই অভিনেত্রীর। তবে অনেক দিন পর এবার সিমলার খোঁজ পাওয়া গেল।

সিমলা হঠাৎ করেই যুক্তরাষ্ট্রে গিয়েছেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ অভিনেত্রী যাওয়ার আগে দেখা করেছেন পরিচালক মালেক আফসারীর সঙ্গে।
এ প্রসঙ্গে তিনি বলেন, আমি যুক্তরাষ্ট্রে যাচ্ছি শুধুমাত্র অবকাশ যাপনের জন্য। চলচ্চিত্রের অবস্থা এখন খুব একটা ভালো না। মনটা ভালো থাকে না যখন দেখি কোনো ছবি প্রেক্ষাগৃহে তেমন ব্যবসা করছে না। আর পেশাদার প্রযোজক ও পরিচালকরা তেমন ছবি নির্মাণ করছেন না। তাই এখানে কিছুদিন ভালো সময় কাটানোর জন্য এসেছি।

‘ম্যাডাম ফুলি’, ‘রুপগাওয়াল’, নেকাব্বরের মহাপ্রয়াণ’সহ বেশ কিছু ছবিতে অভিনয় করেন তিনি। অল্প সময়ে পান বেশ জনপ্রিয়তা। জানা গেছে, সেখানে চাকরির পাশাপাশি  অন্য কিছু করবেন তিনি।  
১৬ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে