মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৬, ০৯:০৪:১৫

বিশ্বখ্যাত অভিনেত্রীর নেই ফেসবুক, কিন্তু কেন?

বিশ্বখ্যাত অভিনেত্রীর নেই ফেসবুক, কিন্তু কেন?

বিনোদন ডেস্ক : আজকাল ভার্চুয়াল নির্ভর হয়ে পড়েছে মানুষ। যান্ত্রিক এ জীবন শৈশব, কৈশোর এমন কি তারুণ্যে পাওয়া বন্ধু-বান্ধবসহ অঅত্মী-স্বজনদের সাথে সার্বক্ষণিক যোগাযোগের বড় একটি মাধ্যম হল সোশ্যাল মিডিয়া। আর তারকা?

তারা তো নিজেদের প্রচার প্রসার এবং ভক্তদের সাথে যুক্ত থাকার জন্য এই মাধ্যমটিকেই মনে করেন অন্যতম। তারপরও কিন্তু ব্যতিক্রম আছে। এমনও তারকা আছেন, যারা রীতিমতো সোশ্যাল মিডিয়াকে ভয় পান! যার কারণে এই মাধ্যম থেকে সব সময় দূরে থাকেন।

এরমধ্যে যেমন বিশ্বখ্যাত অভিনেত্রী পেনেলোপি ক্রুজ। যিনি এই মাধ্যমটাকে বরাবরই এড়িয়ে চলেন। শুধু এড়িয়েই চলেন না। রীতিমতো তিনি এই মাধ্যমকে ভয়ও পান। যার কারণে এই অভিনেত্রীর ফেসবুক বা টুইটার একাউন্ট নেই।

তবে ইনস্টাগ্রামে আছেন তিনি। সে-ও আবার খুব একটা দরকার না হলে তিনি এখানেও আসেন না। তাহলে কেন তার এত অনিহা এ মাধ্যমগুলোর প্রতি? এতক্ষণে নিশ্চয় এমন প্রশ্নটাই উঁকি দিচ্ছে আপনার মনে?

তার কথায়, ‘টেক্সট মেসেজের চেয়ে যারা চিঠি লেখা বেশি পছন্দ করেন, আমি সেই ধরনের মানুষ। আর এটা কখনওই পাল্টানোর নয়। তাই সোশ্যাল মিডিয়াকে যথাসম্ভব এড়িয়ে চলি'।

এই নায়িকার মতে, জলখাবারের ডিমভাজার ছবি ফেসবুকে পোস্ট করার মতো ‘অবাস্তব’ কাজ আমি করতে পারব না। ঘনঘন সেলফি তুলে আপ করার নেকামিটাও আমার পছন্দ না। আর এখানে ভালোর চেয়ে নোংরামিটাই বেশি হয়ে থাকে। তাই এই মাধ্যমটাকে আমার যত ভয়।
১৬ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে