মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৬, ০৯:৫৫:০২

বাঘের মত গর্জন দিয়েও বিড়াল হয়ে গেলেন ক্যাটরিনা!

বাঘের মত গর্জন দিয়েও বিড়াল হয়ে গেলেন ক্যাটরিনা!

বিনোদন ডেস্ক : ক্যাটরিনা কাইফ ও আদিত্য রয় জুটির ‘ফিতুর’ মুক্তির আগে বেশ আলোচনায় ছিল। আলোচনায় মনে হয়েছিল বক্স অফিসে বাঘ আসছে! কিন্তু মুক্তির পর দেখা গেছে বাঘ নয়, আস্ত বিড়াল! যার কারণে বক্স অফিসে মাথা তুলে দাঁড়াতে পারে নি ‘ফিতুর’।

ছবিতে ক্যাট, আদিত্যর পাশাপাশি টাবুর উপস্থিতও ফ্লপ হওয়া থেকে বাঁচাতে পারল না অভিষেক কাপুর পরিচালিত এই 'ফিত্তুর'-কে। ভালোবাসা দিবসের সপ্তাহে মুক্তি পাওয়া অন্য একটি ছবি 'সনম রে'-এর কাছে কার্যত গোল খেয়েছে এটি।

মুক্তির পর প্রথম তিন দিনে ক্যাট-আদিত্য রয় কাপুরের এই সিনেমা ব্যবসা করেছে ১৪.১১ কোটি টাকা। তবে রিলিজের দিনের চেয়ে রবিবার ভ্যালেনটাইন্স ডে-তে বেশি টাকার ব্যবসা করেছে 'ফিত্তুর'। কিন্তু এটা পরিষ্কার, ক্যাটের ক্যারিয়ারে ফ্লপের খাতায় আরও একটা সিনেমা যোগ হতে চলেছে।

'ফিত্তুর' যখন খরচের খাতায় তখন দিব্যা ঘোষলার নতুনদের নিয়ে বাজিমাত করলেন 'সনম রে' সিনেমায়। পুলকিত সম্রাট, ইয়ামি গৌতম, উর্বশী রাউতেলার 'সনম রে' তিন দিনে ব্যবসা করেছে ১৭.০৫কোটি টাকা। ছবির বাজেট, প্রচারের দিক থেকে 'ফিত্তুরে'র থেকে 'সনম রে' অনেকটাই পিছিয়ে ছিল। কিন্তু ভাল গল্প,গানের সুবাদে দর্শকদের মনে জায়গা করে নিচ্ছে এই সিনেমা।
১৬ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে