বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪, ০১:৪৮:৪৬

এই জেনারেশন সবচেয়ে বেশি সাহসী, স্বাধীনতা ছিনিয়ে নিয়েছেন, স্যালুট জানাই : ওমর সানী

এই জেনারেশন সবচেয়ে বেশি সাহসী, স্বাধীনতা ছিনিয়ে নিয়েছেন, স্যালুট জানাই : ওমর সানী

বিনোদন ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরব ভূমিকায় ছিলেন এক সময়ের জনপ্রিয় অভিনেতা ওমর সানী। তিনি শিক্ষার্থীদের শক্তি দেখে বিস্মিত হয়েছেন। যেখানে সবাই প্রতিবাদ করতে ভয় পেত, সেখানে শিক্ষার্থীরা ইতিহাসের নতুন অধ্যায় সৃষ্টি করল। 

গত বছর ওমর সানী নিজের ফেসবুকে দ্রব্যমূল্য নিয়ে একটি পোস্ট দেন। তাকেও ডাকা হয়েছিল ডিবি কার্যালয়ে। কিন্ত ওই পোস্ট তিনি ডিলিট করেননি বলে জানান।

ওমর সানীর বলেন, ‘এই জেনারেশন সবচেয়ে বেশি সাহসী। তার ভাবনায়, এখনকার ছেলেমেয়েরা ঘরকুনো, রাত জাগে, ফেসবুকসহ অনেক কিছুতে আসক্ত। ওদের ওপর ভরসা ছিল না। কিন্তু শুধু আমার কেন, গোটা দেশের মানুষের ধারণা পাল্টে দিয়ে তারা স্বাধীনতা ছিনিয়ে নিয়েছেন। এ কারণে ওদের প্রতি স্যালুট জানাই।’

সাধারণত ন্যায়ের পক্ষে সামাজিকমাধ্যমে পোস্ট দিতে দেখা যায় এ অভিনেতাকে। গত বছরের সেপ্টেম্বরে দ্রব্যমূল্য বাড়ায় বিরক্ত হয়ে প্রতিবাদ জানান ওমর সানী। নিজের ফেসবুকে লিখেছিলেন, ‘রাষ্ট্র বলে দেন আমরা কী খাব? খাবারের লিস্ট দিয়ে দেন, আর পারছি না।’

তার এই পোস্টের কারণে তাকে ডিবি কার্যালয়ে ডাকা হয়েছিল বলে জানিয়েছেন এ নায়ক। তিনি বলেন, ‘দ্রব্যমূল্য নিয়ে অনেক কথা বলেছিলাম, তার জন্য অনেক কথা শুনতে হয়েছিল, মিন্টু রোডে যেতে হয়েছিল, আমি বলেছিলাম এটা ডিলিট করবো না।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে