বিনোদন ডেস্ক : আবারও পর্দায় ফিরছেন ঢাকাই সিনেমার বিতর্কিত নায়িকা মুনমুন। শুধু ফেরাই নয়, তিনি পর্দায় আসছেন সেই আগের রূপেই। সম্প্রতি এই নায়িকা নির্মাতা মিনহাজ অভির ‘মেঘকন্যা’ ছবিতে চুক্তি হয়েছেন।
তবে এ ছবিতে মুনমুনকে নায়িকা নয়, দেখা যাবে আইটেম কন্যা হিসেবে। তিনি এ ছবিতে একটি আইটেম গানে পারমর্ফম করবেন। ছবিতে মোট পাঁট গানের মধ্যে এই একটি আইটেম গান। কিছুদিনের মধ্যেই গানটির চিত্রায়ন হবে বান্দরবানের নীলগিরি অথবা নীলাচল পাহাড়ের চূড়াই।
মুনমুন জানিয়েছেন, ‘ভিন্নধর্মী একটি কাজ করতে যাচ্ছি। আশা করছি আগের সেই মুনমুনকে দেখতে পাবে দর্শক। এতে চুক্তিবদ্ধ হয়েছি। খুব শিগগিরই ক্যামেরার সামনে উপস্থিত হবো।’
তবে পরনো প্রসঙ্গ টানতেই মুনমুন বলেন, ‘খুবই বিরক্ত আর রাগ লাগে যখন মিডিয়া অসমভাবে বিবেচনা করেন। কারণ এখনকার নায়লা নাঈম, জ্যাকুলিনরা যেমনভাবে নিজেদের কদার্যভাবে উপস্থাপন করেন, অন্তত ওদের চেয়ে আমরা অনেক মার্জিত ছিলাম, এছাড়া আমরা কমার্শিয়াল মিডিয়া হিসেবে বড় পর্দায় কাজ করতাম, অথচ আমাদেরকে মিডিয়া এন্টারটেইনার হিসেবেও তখন কেউ মূল্যায়ন করেনি।’
১৬ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন