বিনোদন ডেস্ক : বয়স পঞ্চাশ পেরিয়ে গিয়েছে, তারপরও একা আছেন সালমান খান। বিয়ের বয়স পার হয়ে গিয়েছে সেই আনেক আগেই। তারপরও তিনি একা! এ নিয়ে বলিউডে জল্পনার শেষ নেই। কিন্তু কেনই বা তিনি এখনও একা?
তবে সালমান খান বলেন, সারাজীবনই ‘একা’ থাকার ভয়টা তার মধ্যে কাজ করে। তবে কখনো কখনো সেটা নাকি বেশ উপভোগও করেন ‘বাজরাঙ্গি ভাইজান’।
সোনাম কাপুরের আসন্ন ‘নিরজা’ সিনেমার প্রচারণার জন্য সামাজিক গণমাধ্যমে ‘ভয় বনাম নিরজা’ সংশ্লিষ্ট ক্যাম্পেইনে প্রকাশ করা একটি ভিডিওতে সালমান এই কথা প্রকাশ করেন।
সালমান বলেন, আমি যে এখনো সিঙ্গেল সেই ভয়টা আমার মধ্যে কাজ করে। তবে আমি এই ভয়টা পছন্দ করি। এই ভয়টা আরো বেশ কিছুদিন থাকাটাই আমি পছন্দ করবো!
১৬ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন