বিনোদন ডেস্ক : বলিউড নবাব সাইফ আলী খানকে তার বেগম কারিনা কাপুর খান কথা দিয়েছিলেন ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করবেন না। কিন্তু সম্প্রতি কারিনা সে প্রতিজ্ঞা ভঙ্গ করেনে। অংশ নিয়েছেন ‘লিপ-লক' দৃশ্যে। তাই এখন প্রশ্ন, এ ঘটনায় কি সাইফ ও কারিনার মধ্যকার সম্পর্কে কোন প্রভাব পড়বে?
কিন্তু, নিন্দুকদের সমালোচনার জবাব না দিয়েই কারিনা বুঝিয়ে দিয়েছেন, ব্যক্তিগত জীবন এবং কাজের জীবনকে সব সময় আলাদা করেই রাখেন তিনি। অভিনয়ের প্রেক্ষিতে তার ব্যক্তিগত জীবনে কোনও প্রভাবই পড়বে না।
ভাবছেন কারিনা কী করে এসব কথা বললেন? না, এ বিষয়ে সরাসরি মুখ খোলেননি বেগম সাহেবা। শুধু জানিয়েছেন, আর পাস্তা দিয়ে কাজ চলবে না। এবার রান্নাটা শিখতেই হবে সাইফাকে।
অর্থাত, অর্জুন কাপুর বেশ ভালো রান্না করেন। তাই, অর্জুনের কাছ থেকে টিপস নিয়ে, এবার সাইফ-কেও ভালো রাধুনি হতে হবে। অর্থাত, কি অ্যান্ড কা- এ যেমন অর্জুন কাপুর একজন ভালো রাধুনি। তেমনি, রিয়েল লাইফে এবার সইফকেও রান্না শিখতে হবে। এবং বেবো বেগমকে নাকি রেঁধে খাওয়াতে হবে। যদিও, সাইফ কিন্তু, এ বিষয়ে কিছুই বলেননি।
জানা যাচ্ছে, বিয়ের পর সাইফ নাকি কারিনাকে একবার পাস্তা তৈরি করে খাইয়েছিলেন। কিন্তু, তারপর থেকে সাইফের হাতের আর কোনও রান্নাই নাকি তিনি খাননি। তাই, এবার অর্জুন কাপুরের কাছে থেকে রান্নার টিপস নিয়ে, সাইফকেও এবার পাকা রাধুনি হতে হবে বলেই জেদ ধরেছেন কারিনা কাপুর খান।
‘কি অ্যান্ড কা’ নিয়ে যথেষ্ঠ উত্তেজিত কারিনা। জানিয়েছেন, প্রথমে যখন পরিচালক আর বাল্কি তাকে ওই ধরণের একটু অন্য রকম গল্পের কথা বলেছিলেন, তখনই তার ভালো লেগেছিল। এরপর বাল্কি তাকে পুরো গল্প শোনানোর পর পরই, সিনেমার জন্য রাজি হয়ে গিয়েছিলেন কারিনা। পাশপাশি, একটু অন্য রকম স্ক্রিপ্টে কাজ করার জন্য সাইফও তাকে যথেষ্ঠ উতৎসাহ দিয়েছেন বলেই জানিয়েছেন বেগম সাহেবা।
১৬ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন