বিনোদন ডেস্ক : ‘জাগ্গা জাসুস’ সিনেমার মুক্তি নিয়ে টানাপোড়নে পড়েছেন ছবির নির্মাতা অনুরাগ বসু। রণবীর ও ক্যাটরিনার ব্রেকআপের কারণে এমন জটিলতায় পড়েছেন এ নির্মাতা। আগামী জুনে ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল।
তবে এখন শোনা যাচ্ছে জুলাই কিংবা আগস্টে মুক্তি পাবে ছবিটি। কিন্তু এরপরও প্রশ্ন থেকেই যাচ্ছে, সময় মত মুক্তি পাবে কি ‘জাগ্গা জাসুস’? এ ছবিতে জুটি বেঁধে কাজ করছেন ক্যাটরিনা ও রণবীর। এখানে কাজ চলাকালিন সময়েই এই দুই তারকার ব্রেকআপ হয়।
জানা গিয়েছিল, ব্রেকআপের পর রণবীরের সঙ্গে ক্যাটরিনার কোনও সম্পর্ক না থাকলেও, অনুরাগ বসুর সিনেমা নিয়ে তারা কোনও মন্তব্য করেননি। এমনকি, মুম্বাই-এ শুটিংয়ের পর আর কয়েক দিনের মধ্যেই এ সিনেমার জন্য রণবীর, ক্যাট বিদেশে পাড়ি দেবেন।
শুধু তাই নয়, কয়েক দিন আগে, ‘জগ্গা জাসুসে’র সেটে রণবীরের একটি ছবিও দেখা যায়। কিন্তু, সেখানে ছিলেন না ক্যাটরিনা কাইফ। আর তখন থেকে প্রশ্ন উঠতে শুরু করে, ছবিটি শেষ পর্যন্ত সময় মত মুক্তি পাবে তো?
এখন নতুন করে প্রশ্ন উঠেছে, ব্রেকআপের পর কি এবার তাহলে রণবীরের সঙ্গে সিনেমাও করবেন না ক্যাটরিনা? আর ‘জগ্গা জাসুসে’র মুক্তির দিন পিছিয়ে যেতেই বিষয়টি নিয়ে জল্পনার মাত্রা আরও বেড়ে যায়।
যদিও, বিষয়টি পরিষ্কার করে দিয়েছেন ক্যাট। তিনি জানিয়েছেন, ‘জগ্গা জাসুসের বেশ কিছু অংশের শুটিং এখনও বাকি। আর সেই কারণেই সিনেমার মুক্তির দিন পিছিয়ে দেওয়া হয়েছে। পাশপাশি, বিষয়টি নিয়ে পরিচালক অনুরাগ বসুর সঙ্গেও কথা হয়েছে। আর তারপরই সিনেমার মুক্তির দিন পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানান ক্যাটরিনা।
এদিকে, ক্যাটরিনার সঙ্গে ব্রেকআপের পর এবার থেকে আলাদা থাকতে শুরু করেছেন রণবীর কাপুর। শোনা যাচ্ছে, ব্রেকআপের পর রণবীর কাপুর একটি নতুন ফ্ল্যাট নিয়েছেন ঠিকই, কিন্তু, এবার ফের বাবা-মায়ের সঙ্গে থাকবেন বলেই ঠিক করেছেন তিনি।
১৬ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন