মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৬, ০১:৪৩:৩৮

শেষ পর্যন্ত লুলিয়াই কি সালমানের বিয়ের পাত্রী?

শেষ পর্যন্ত লুলিয়াই কি সালমানের বিয়ের পাত্রী?

বিনোদন ডেস্ক : রোমানিয়ার মডেল লুলিয়া ভান্তুরের সাথে সালমান খানের কি সম্পর্ক? এ নিয়ে বলিউডে জল্পনা কল্পনার শেষ নেই। কেউ বলছেন বান্ধবী। কেউ বলছেন আবার প্রেমিকা। আসলে তার সাথে কি সম্পর্ক সালমান খানের?

তবে এসব বিষয় নিয়ে না সালমান খান, না লুলিয়া, এদের কেউই প্রকাশ্যে কোন মন্তব্য করেন নি। কি সম্পর্ক তাদের মধ্যে তা নিয়েও তারা কিছু স্পষ্ট করে নি। যার ফলে তাদের সম্পর্ক নিয়ে সন্দেহ দানা বাঁধতে শুরু করে বলিউডে।

এদিকে গত রবিবার ভ্যালেন্টাইনস ডে-র দিন সোশ্যাল মিডিয়ায় লুলিয়া একটি ম্যাসেজ শেয়ার করেন। যার ফলে এখন আবার নতুন করে তাদের সম্পর্ক নিয়ে শুরু হয়েছে আলোচনা, উঠেছে প্রশ্ন।

ওই ম্যাসেজে লুলিয়া লিখেছেন, ‘আমার অর্ধেকটা জুড়ে আছ তুমি। আর বাকি অর্ধেকটাও তোমার।’ যদিও ওই ম্যাসেজটি লুলিয়া সালমানকে ট্যাগ করেননি। তবে এ বার্তা যে ভাইজানের জন্যই, সে ব্যাপারে একপ্রকার নিশ্চিত বলিউড।

এদিকে বিয়ে নিয়ে মিডিয়ার অনবরত প্রশ্নে মুখে কয়েকদিন আগেই সালমান খান বলেছিলেন, ‘প্রথম দিকে ভাবতাম আমার বিয়ের বয়স হয়নি। তার পর এক সময় বিয়ের বয়স পেরিয়ে গেল। আর এখন ভাবছি বিয়ে করব। কিন্তু আমার হাতে কোনও অপশন নেই…।’

বলিউডের একটা বড় অংশ মনে করছে, এ দিন পরোক্ষে সালমানের ওই উত্তরেরই জবাব দিয়েছেন লুলিয়া। তিনিই যে ভাইজানের ‘বেটার হাফ’ হতে চলেছেন এ যেন তারই ইঙ্গিত। অনেকেই বলছেন, তাহলে কি লুলিয়াই সালমান খানের বিয়ের পাত্রী?
১৬ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে