মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৬, ০৩:২১:২৫

রূপসী মডেলকে দেখে হনুমানের চেঁচামেচি!

রূপসী মডেলকে দেখে হনুমানের চেঁচামেচি!

বিনোদন ডেস্ক : ভারতের জয়পুরে ফটোশ্যুট করছিলেন জনপ্রিয় সেসেলিয়া ক্যালিন।  সেখানে আচমকা হাজির হয় একটি পুরুষ হনুমান।  ঘটনাস্থলে পৌঁছনোর পর যা করলো তা হয়তো কেউ কল্পনাও করতে পারবেন না।

ফটোশ্যুটে উপস্থিত হয়েই পুরুষ হনুমানটি মডেলের কাপড় ধরে টানাটানি শুরু করে।  এমন কাণ্ডে রীতিমতো ঘাবড়ে যান মডেল ক্যানিন।
ক্যামেরাম্যানসহ উপস্থিতরা হনুমানটিকে তাড়ানোর চেষ্টা করেও ব্যর্থ হয়।

হনুমানটি মডেল ক্যানিনকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে।  তার জামা ধরে টানাটানি করতে থাকে।  এ অবস্থায় প্রথমে ঘাবড়ে গেলেও পরে বিষয়টি উপভোগ করতে থাকেন মডেল ক্যানিন।

তিনি বুঝতে পারেন যে, হনুমানটি তার কোনো ক্ষতি করবে না।  এ সময় হনুমানটিকে অসহায়ভাবে ক্যানিনের দিকে তাকিয়ে থাকতে দেখা যায়।  এরপর হনুমানটি নিচের দিকে তাকিয়ে চেঁচামেচি করতে শুরু করে।

কিছুক্ষণের মধ্যে সেখানে হাজির হয় আরেকটি হনুমান।  সম্ভবত আগের হনুমানটির বান্ধবী হবে।  এরপর সবার সামনেই আলিঙ্গনে মেতে ওঠে হনুমান দু'টি।  পুরো বিষয়টি ক্যামেরাবন্দি করতে ভুল করেননি আলোকচিত্রী।
১৬ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে