মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৬, ০৪:০৮:১১

যে কারণে আরও একবার কাঁদলেন আমির খান

যে কারণে আরও একবার কাঁদলেন আমির খান

বিনোদন ডেস্ক : সোনম কাপুর অভিনীত ‌‘ নীরজা’ ছবিটি দেখে প্রশংসা করেছিলেন বলিউডের শাহেন শাহ অমিতাভ বচ্চন। ছবিতে সোনম কাপুরের অনবদ্য অভিনয়ে মুগ্ধ হয়েছেন শাহেন শাহ। আর এবার সোনম কাপুরের প্রশংসা করলেন বলিউডের মি. পার্ফেক্টশনিস্ট আমির খান।

সম্প্রতি সোনম কাপুর অভিনীত ‘নীরজা’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে উপস্থিত হয়েছিলেন বলিউডের স্বনামধন্য সব তারকারা। সিনেমা দেখে সোনমের প্রশংসা করেন সকলেই। নীরজা সিনেমাটির পরিচালনা করেছেন রাম মাধভানি। আগামী ১৯ ফেব্রুয়ারি মুক্তি পাবে সিনেমাটি।

আমির খান বলেন, ‘সোনম অসাধারণ কাজ করেছেন। এখন পর্যন্ত এটি তার সেরা সিনেমা। এই সিনেমার মাধ্যমে নিজেকে একজন ভালো অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন তিনি।’

আমির আরও বলেছেন, ‘শাবান আজমি (সিনেমায় সোনমের মা) ছিলেন অসাধারণ। আমি সিনেমার শেষ অংশ দেখে আবেগআপ্লুত হয়ে পড়েছিলাম। আমার চোখে পানি চলে এসেছিল। এটি খুব সুন্দর একটি সিনেমা এবং এই টিমের সবার জন্য শুভ কামনা রইল।’
১৬ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে