বিনোদন ডেস্ক : খুব শিগগিরই মামা হতে যাচ্ছেন বলিউডের ভাইজান সালমান খান। তার বোন অর্পিতা খান প্রথম বারের মত মা হতে যাচ্ছেন। এমন খবরে প্রচণ্ড উচ্ছ্বসিত ভাইজান সালমান খান।
এদিকে বোন অর্পিতার সাধ হয়েছে বিশ্ব ভালোবাসা দিবসে। অনুষ্ঠানটি অনুষ্টিত হয় দুবাইতে। আর সেখানেই শত ব্যস্ততা পিছনে ফেলে উড়ে গিয়েছিলেন ভাইজান সালমান খান।
সালমান খান বর্তমানে খুব ব্যস্ত তার আসন্ন ছবি ‘সুলতান’ এর শুটিং নিয়ে। তাতে কি? আদরের বোন বলে কথা। তাই তিনি শুটিং ফেলেই উড়ে গিয়েছিলেন বোনের সাধ অনুষ্ঠানে।
সেখানে নিজেই অতিথিদের বরণ করলেন সালমান খান, দায়িত্ব পালন করলেন বড় ভাইয়ের মত করেই। বোন অর্পিতা খানকে এদিন শুভ কামনা জানাতে হাজির ছিলেন বলিউডের তারকা থেকে শুরু করে একেবারে রাজনৈতিক মহলের লোকজনও। আর উপস্থিত অতিথিদের নেচে গেয়ে মনোরঞ্জন করেছেন খোদ সালমান খানই!
১৬ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন