বিনোদন ডেস্ক : সঙ্গীত তারকা ফুয়াদ আল মুক্তাদির। যিনি তারুণ্যের উন্মাদনা। যার সুরের মূর্ছনায় মাতোয়ারা তরুণ প্রাণ। যিনি তার গান দিয়ে অসংখ্য মানুষের মন জয় করে নিয়েছেন। এবার সেই সংগীতশিল্পীর মন জয় করে নিতে এসেছে নতুন এক কন্যা।
সম্প্রতি ফুয়াদ কন্যা সন্তানের বাবা হয়েছেন। ফুয়াদ ও মায়া দম্পতির কোলজুড়ে এসেছে মিষ্টি এক কন্যা সন্তান। ৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে (যুক্তরাষ্ট্র স্থানীয় সময়)। তার স্ত্রী মায়ার কোলজুড়ে এক কন্যা সন্তান এসেছে। তার নাম রাখা হয়েছে আজালিয়া।
এদিকে সদ্য ভূমিষ্ঠ হওয়া আজালিয়ার ছবি ফুয়াদ দম্পতি প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। আর এ ছবি এখন ফুয়াদ ভক্তদের ওয়ালে ওয়ালে ঘুরে বেড়াচ্ছে। শুভ কামনায় সিক্ত হচ্ছে আজালিয়া।
২০০৮ সালের মাঝামাঝি ঢাকায় গানের এক অনুষ্ঠানে মায়ার সঙ্গে পরিচয় হয় ফুয়াদের। এরপর তাদের সম্পর্ক ভালোলাগা থেকে প্রেমে গড়ায়। ২০১১ সালের ১৩ ফেব্রুয়ারি বিয়ে করেন তারা।
১৬ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন