বিনোদন ডেস্ক : দীর্ঘদিন সাড়ে চার বছর পর পর্দায় ফিরে নিজের হারানো রাজত্ব পুনরায় দখলে নিয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। গত বছরের শুরুতে ‘পাঠান’-এর আকাশছোঁয়া সাফল্যের পর সর্বশেষ ‘জওয়ান’-এর মাধ্যমে ইন্ডাস্ট্রি হিট দিয়ে বাদশাহ নিজের বাদশাহি ছন্দে ফিরে আসেন। এরপর ডানকি’র সাফল্য। সবমিলিয়ে শাহরুখ এখন চিরচেনা ছন্দে।
বিগত সময়গুলোতে বেশ ধকল গেছে কিং খানের ক্যারিয়ারে। তার জায়গা নিয়েছেন অন্য তারকারা। তবে ক্যারিয়ারে মন্দা গেলেও ভারতের শীর্ষ ধনীর তালিকা থেকে কেউই হটাতে পারেনি তাকে। সম্প্রতি ‘হুরুন ইন্ডিয়া’র তথ্য মতে, এখনও সম্পত্তির রাজত্বে সবার উপরে শাহরুখ খান।
নতুন এক সমীক্ষায় উঠে এসেছে এ তথ্য। ‘হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট’-এ ভারতের রিচ লিস্টে সবার ওপরে বাদশা। ২০২৪ সালের হিসাবে তার মোট সম্পদ ৭,৩০০ কোটি রুপি।
এ তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছেন অভিনেত্রী জুহি চাওলা।
তার মোট সম্পদের পরিমাণ ৪ হাজার ৬০০ কোটি রুপি। শাহরুখ খানের সঙ্গে রুপালি পর্দায় স্কিন শেয়ার করেছেন জুহি চাওলা। পাশাপাশি শাহরুখ খানের ব্যবসায়ীক অংশীদারও এই অভিনেত্রী। শাহরুখের কলকাতা নাইট রাইডার্সের সহ কর্ণধার জুহি চাওলা।
তালিকার তৃতীয় অবস্থানে রয়েছেন বলিউড অভিনেতা হৃতিক রোশান।
তার মোট সম্পদের পরিমাণ ২ হাজার কোটি রুপি। অভিনয়ের পাশাপাশি হৃতিকও একজন ব্যবসায়ী। তার সম্পত্তির মূল উৎস তার ফ্যাশন ব্র্যান্ড এইচআরএক্স।
চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছেন অমিতাভ বচ্চন ও পরিচালক করন জোহর। যথাক্রমে তাদের সম্পদের পরিমাণ— ১৬০০ কোটি রুপি ও ১৪০০ কোটি রুপি। অমিতাভ বচ্চন বিভিন্ন খাতে বিনিয়োগ করে এই সম্পত্তির মালিক হয়েছেন। প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশনসই করণ জোহরের মোট সম্পদের মূল উৎস।
শাহরুখকে আগামীতে দেখা যাবে সুজয় ঘোষের ‘কিং’ চলচ্চিত্রে। এই চলচ্চিত্রে প্রথমবার মেয়ে সুহানার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন বাদশা। এছাড়া সম্প্রতি তিনি দুই ছেলে আরিয়ান খান এবং আব্রাম খানের সঙ্গে ‘মুফাসা: দ্য লায়ন কিং’-এর হিন্দি ভার্সনে কণ্ঠ দিয়েছেন। আগামী ২০ ডিসেম্বর মুক্তি পাবে সিনেমাটি।