বিনোদন ডেস্ক : গত শতাব্দীর নব্বইয়ের দশক থেকে এপারের দর্শকের কাছের মানুষ ওপারের ঋতুপর্ণা সেনগুপ্ত। এ সপ্তাহেই ঢাকা আসার কথা ছিল তাঁর। তবে শিডিউল পিছিয়েছেন। যুক্তরাষ্ট্র থেকে হোয়াটসঅ্যাপে অভিনেত্রীর সঙ্গে কথা বলেছেন সুদীপ কুমার দীপ।
রাশিদ পলাশের ‘তরী’ ছবির শুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল ৭ সেপ্টেম্বর থেকে। তবে শিডিউলে পরিবর্তন এনেছেন ঋতু। শুধু তাই নয়, পরিচালককে কলকাতা ডেকেছেন। ঋতু বলেন, ‘৭ সেপ্টেম্বরের শুটিংটা পিছিয়েছি নানা কারণে।
রাশিদ পলাশকে কলকাতা আসতে বলেছি। নতুন শিডিউল নিয়ে কথা বলব তাঁর সঙ্গে। গল্পেও কিছু পরিবর্তন করার কথা বলেছিলাম। সেটা কোন পর্যায়ে আছে তা-ও দেখতে হবে।
আমি এখন যুক্তরাষ্ট্রে আছি। পলাশকে বলেছি, সামনের সপ্তাহে কলকাতা ফিরব।’ বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার ছবি ‘স্বামী কেন আসামী’ (১৯৯৭) দিয়ে এপারে জনপ্রিয়তা পেয়েছিলেন। এরপর বাংলাদেশের বেশ কিছু ছবি করেছেন। বেশির ভাগই ব্যবসাসফল।
ফলে এ দেশের মানুষের প্রতি তাঁর আলাদা একটা ভালোবাসা আছে। সব খবরাখবরই রাখেন। জানালেন, ছাত্র-জনতার আন্দোলনের খবর জানতে টিভি চ্যানেলের সামনে বসে থাকতেন। ঋতু বলেন, ‘যখন দেখতাম আগুন জ্বলছে, মানুষ মরছে—খুব কষ্ট লাগত। বাংলাদেশের বন্ধুদের ফোন দিতাম। তারা কেমন আছে জানতে চাইতাম। এখন তো অন্তর্বর্তীকালীন সরকার এসেছে। আশা করছি দ্রুত আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বাংলাদেশ। হাসিখুশি বাংলাদেশকে দেখতে পাব। শুভ কামনা রইল।’