মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৬, ০৬:২১:৪২

সালমান ও আনুশকাকে নিয়ে আশাবাদী আমির খান

সালমান ও আনুশকাকে নিয়ে আশাবাদী আমির খান

বিনোদন ডেস্ক : সালমান খান ও আনুশকা শর্মার আসন্ন ছবি ‘সুলতান’ দেখার জন্য মুখিয়ে আছেন বলিউডের আরেক সুপারস্টার আমির খান। তিনি বিশ্বাস করেন ‘সুলতান’ ছবিটি দারুণ হবে।

সোনম কাপুর অভিনীত ‘নীরজা’র প্রিমিয়ার শোয়ে গিয়ে একথা জানিয়েছেন আমির খান। যদিও তবে আমিরের সাম্প্রতিক ছবির পটভূমি ও সালমানের এই ছবির বিষয় অনেকটাই এক। তারপরও আমির খান ‘সুলতান’ নিয়ে বেশ আশাবাদী।

‘সুলতান’ ছবিতে সালমান একজন কুস্তিগীরের ভূমিকায় অভিনয় করছেন। একইভাবে ‘দঙ্গলে’ও আমিরকে দেখা যাবে একজন পালোয়ানের চরিত্রে। বলিউডে খবর ছিল এই ছবি নিয়ে আমির-সালমানের মধ্যে পারদ কিছুটা চড়বে। কিন্তু সে রাস্তায় না হেঁটে সোজাসুজি সালমানের প্রশংসায় পঞ্চমুখ আমির। তার বিশ্বাস এই ছবি দারুন ভাবে সফল হবে বক্স অফিসে। আগামী ঈদে মুক্তি পাবে সালমান খানের ‘সুলতান’। আমিরের ‘দঙ্গল’ মুক্তি পাবে ডিসেম্বরে।

‘দঙ্গল’ ছবির জন্যে আমির কখনও ২৫ কেজি ওজন বাড়িয়েছেন। কখনও আবার এই ছবির জন্যে মিস্টার পারফেকশনিস্ট ঝড়িয়েছেন প্রচুর। আপাতত সময়ই বলবে শেষ হাসি কে হাসবেন। তবে বলিউডের দুই তারকার জন্যেই শুভেচ্ছা রইল আমাদের তরফে।
১৬ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে