বুধবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৪, ১১:১৯:০৪

বন্যার্ত পুরো একটি গ্রামের মানুষকে খাওয়ালেন তৌসিফ-তানজিন তিশারা

বন্যার্ত পুরো একটি গ্রামের মানুষকে খাওয়ালেন তৌসিফ-তানজিন তিশারা

বিনোদন ডেস্ক : বন্যার পানি কমতে শুরু করলেও পুরোপুরিভাবে স্বাভাবিক অবস্থায় ফেরেনি লক্ষ্মীপুর, ফেনীর অনেক অঞ্চল। প্রতিনিয়ত নানা ধরনের সংকটের মধ্যে যেতে হচ্ছে এসব বানভাসি মানুষের। তাদের পাশে দাঁড়ালেন জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব, অভিনেত্রী তানজিন তিশা।

সঙ্গে ছিলেন নির্মাতা অনন্য ইমন, ইমরোজ শাওন এবং নাটক প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি। তাদের সম্মিলিত উদ্যোগে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের দিঘলী ইউনিয়নের পুরো একটি গ্রামের মানুষকে খাওয়ানো হয়েছে।

মঙ্গলবার দুপুরে সেখানে যান তৌসিফ-তিশা। বন্যার্তদের রান্না করে মুগরির রোস্ট এবং খিচুড়ি খাওয়ান। তৌসিফ জানান, বন্যাকালীন ত্রাণ সহায়তা পাঠিয়েছিলেন। এবার সশরীরে নিজেই গিয়েছিলেন সেখানে।

তৌসিফ বলেন, বন্যার পানি নামার পর পরিস্থিতি খারাপ থাকে। এই সময়ে বেশি মানুষ সাহায্য করতে যান না। অসুখের প্রকোপ বাড়ে। ইচ্ছে ছিল এই সময়ে যাওয়ার। সিএমভি-তে বলেছিলাম বন্যাকালীন সবাই যাচ্ছে, আমরা একটু পরে যাই। আমাদের তো কোটি কোটি টাকা নাই, কিছু পরিবারের পুনর্বাসন করে মুখে যদি হাসি আনতে পারি সেটাই হবে শান্তির। ব্যাড লাক হচ্ছে, ভারি বৃষ্টির কারণে পুনর্বাবাসন সম্ভব হয়নি, কারণ পানি ছিল। এজন্য সিদ্ধান্ত নিয়েছিলাম পুরো গ্রামকে রান্না করে ফার্স্ট ক্লাস খাবার খাওয়াবো, সেটাই করেছি।

পরিচালক অনন্য ইমন বলেন, বন্যার কারণে সেখানকার মানুষ হয়তো ভারি খাবার পায়নি। আমরা একেবারে ঘরের খাবারের মতো রান্না করে প্রায় পাঁচটি আশ্রয়কেন্দ্রে দেড় হাজারের অধিক মানুষদের নিজ হাতে করে খাবার দিয়েছি। দিঘলী বাজারে আশ্রয় কেন্দ্রের মাঠে রান্নার ব্যবস্থা করেছিলাম। অভাব বা খারাপ সময়ে থাকলেও তারা যেন খেয়ে সন্তুষ্ট থাকে এটা মাথায় ছিল। তাছাড়া আগের চেয়ে ত্রাণ এখন কম যাচ্ছে।

‘আশ্রয় কেন্দ্রের মানুষরা ঠিকমত খেতে পাচ্ছিল না। এজন্য পরিকল্পনা করেছিলাম, একেবারে প্রোপারভাবে ভালো খাবার তাদের কাছে দিয়েছি।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে