বিনোদন ডেস্ক : বলিউড বাদশা শাহরুখ খান অভিনীত চলতি বছরের আলোচিত ছবি ‘ফ্যান’। ছবিটি নিয়ে এরই মধ্যে আনেক আলােচনা শুনা যাচ্ছে। আজ মঙ্গলবার শাহরুখের ‘ফ্যান’ সিনেমাটির প্রথম গান মুক্তি পেয়েছে। তবে এই গানটি কিং খান মুক্তি দিতে চাইলেন নিজের জন্মস্থান দিল্লীতে গিয়ে!
তাই গানটির মুক্তির অনুষ্ঠানকে কেন্দ্র করে ১৬ ফেব্রুয়ারি সকাল থেকেই দিল্লীর হংসরাজ কলেজের মাঠে হাজার হাজার মানুষের ঢল নামতে থাকে। আর কথামত আজ দুপরের দিকে সেখানে গিয়ে হাজির হন বলিউড বাদশা। সেখানে সবার সামনেই ‘ফ্যান’ ছবিটির প্রথম গানটির উম্মেচন করা হয়। অনুষ্ঠানে লাখো ভক্তের সামনে গানের তালে তালে নাচলেন শাহরুখ খান।
উল্লেখ্য, কয়েকদিন আগেই শাহরুখ খান অভিনিত ছবি 'রইস'-এর শুটিংয়ের জন্য আমেদাবাদে গিয়ে হামলার মুখে পড়ল শাহরুখ খানের গাড়ি। তবে, সেই সময় তিনি গাড়িতে উপস্থিত না থাকায় নিরাপদেই ছিলেন। যারা দুদিন আগে শাহরুখকে মারার জন্য তৈরি ছিল। আর আজ সেই ভক্তরাই শাহরুখকে এক নজর দেখার জন্য মরিয়া। রাহুল ঢোলকিয়া পরিচালিত ফিল্ম রইস এ বছর ঈদের সময় মুক্তি পাচ্ছে। শাহরুখ ছাড়াও এই ফিল্মে রয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি ও পাকিস্তানের অভিনেত্রী মাহিরা খান।
১৬ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই