বিনোদন ডেস্ক : ভারত এবং বাংলাদেশ যেন এখন একই সুতায় গাঁথা। গত কয়েক বছর থেকে বাংলাদেশের মাটিতে ভারতীয় তারকাদের হরহামেশায় যাতায়াত চলছে। একের পর এক নাম করা গুণী তারকাদের ভিড় লেগেই রয়েছে। তারই ধারাবাহিকতায় আগামী মাসে ঢাকা মাতাতে আসছেন ভারতের আরো তিন জনপ্রিয় এবং গুণী সঙ্গীতশিল্পী শেখর রবজিয়ানি, বিশাল দাদলানি এবং শ্রুতি পাঠক।
জানা যায়, মার্চের ১১ তারিখে ‘এ নাইট উইথ বিশাল-শেখর’ নামের একটি কনসার্টে অংশ নিতেই ঢাকায় আসছেন এই তারকারা। এদিন সন্ধ্যা ৭টায় বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশনের ‘নবরাত্রি’ হলে গান গাইবেন শেখর রবজিয়ানি, বিশাল দাদলানি এবং শ্রুতি পাঠক। কনসার্টটি যৌথভাবে আয়োজন করেছে ইভেন্ট ম্যানেজমেন্ট ৩৬০ ডিগ্রি এবং টাইম স্কয়ার।
প্রসঙ্গত, কিছুদিন আগেও ঢাকা মাতিয়ে গিয়েছেন বলিউড হিরো ঋত্বিক রোশান এবং জ্যাকুলিন ফার্নান্দেজ। কয়েকদিন আগে ঢাকায় আসার কথা ছিল বলিউড বেগম কারিনা কাপুরের। কিন্তু নিরাপত্তার ইস্যুকে কেন্দ্র করে তার আর আসা হয়নি। সত্যি ঢাকা যেন বলিউড তারকাদের জন্য একটি উর্ভর ভূমি।
১৬ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই