মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৬, ০৯:৫১:০৯

অমিতাভ বলিউডের ইঞ্জিন : ধর্মেন্দ্র

অমিতাভ বলিউডের ইঞ্জিন : ধর্মেন্দ্র

বিনোদন ডেস্ক : অমিতাভ বচ্চন হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি-র ইঞ্জিন। বিগ বি-কে এভাবেই ব্যাখ্যা করলেন প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র। ‘শোলে’, ‘চুপকে চুপকে’-তে তাদের অভিনয় দর্শকের মনে দাগ কেটেছে।

স্ত্রী হেমা মালিনীর মিউজিক ভিডিও প্রকাশ অনুষ্ঠানে অমিতাভের প্রশংসায় পঞ্চমুখ ধর্মেন্দ্র জানিয়েছেন, বিগ বি-ই বলিউড ইন্ডাস্ট্রির ইঞ্জিন। সবাই তার পিছনে বগি হয়েই লেগে অাছে। তিনিই সকলকে টেনে নিয়ে চলেছেন। কখনো ক্লান্ত হন না এই বলিউড ইঞ্জিন। তার কাছ থেকে আমাদের সকলেরই অনেক কিছু শেখা উচিত। ধর্মেন্দ্র বলেন, অমিতাভ আমার ছোট ভাইয়ের মতো।

অমিতাভের সঙ্গে স্ক্রিন শেয়ার না করলেও তাদের বন্ধুত্ব এখনো অটুট বলে জানিয়েছেন ধর্মেন্দ্র। সৃষ্টিকর্তার কাছে অমিতাভের দীর্ঘ জীবন প্রার্থনা করেছেন তিনি। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বয়ং অমিতাভ ও তার স্ত্রী জয়া বচ্চন। ছিলেন পরিচালক রমেশ সিপ্পি। ১৯৭৫ সালে রমেশের কালজয়ী ছবি ‘শোলে’-তে একসঙ্গে দেখা গিয়েছিল চার তারকাকে।

অমিতাভ অনুষ্ঠানটিকে পুনর্মিলন হিসেবেই দেখছেন। তিনি বলেন, হেমা-ধর্মেন্দ্রর বাড়ি তাদের বাড়ির খুব কাছেই। চিত্কার করে ডাকলে হয়ত শুনতেও পাবেন তারা। কিন্তু এভাবে কখনো দেখা-সাক্ষাত হয় না তাদের সঙ্গে। কিন্তু হেমা এমন একটি অনুষ্ঠানের আয়োজন করায় ভীষণই খুশি অমিতাভ বচ্চন।
১৬ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে