মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৬, ১০:৩৯:১৭

হলিউড সিনেমা ‘র‌্যাম্বো’র নায়ক এবার হৃত্বিক!

হলিউড সিনেমা ‘র‌্যাম্বো’র নায়ক এবার হৃত্বিক!

বিনোদন ডেস্ক : হিন্দিতে ‘র‌্যাম্বো’ তৈরি হচ্ছে! বলিউডে এই প্রসঙ্গে শোনা যাচ্ছে জোর গুঞ্জন, পরিচালক সিদ্ধার্থ আনন্দ র‌্যাম্বো তৈরি করছেন। নায়ক হিসেবে বেছে নিচ্ছেন হৃত্বিক রোশনকে। তবে এ নিয়ে এখনো কোনো পাকা পাকি খবর জানা যায়নি।

টম ক্রুজ-এর ‘নাইট অ্যান্ড ডে’ ইতিমধ্যেই হিন্দিতে রি-মেক করেছেন সিদ্ধার্থ আনন্দ। হৃত্বিক রোশন-ক্যাটরিনা কাইফ অভিনীত ‘ব্যাং ব্যাং’ সেভাবে সাড়া জাগাতে পারেনি। কিন্তু তাতে পরিচালককে হার মানানো বড়ই দায়। তাই তিনি এবারও সিদ্ধান্ত নিয়েছেন হৃত্বিককে নিয়ে শুরু করবেন তার আসন্ন সিনেমার কাজ।

শোনা যাচ্ছে, এবারে তিনি কাজ শুরু করে দিয়েছেন র‌্যাম্বো নিয়ে। সিভেস্টার স্ট্যালোন অভিনীত কালজয়ী চরিত্রটিতে অভিনয় করতে দেখা যাবে হৃত্বিক রোশনকে। বলা বাহুল্য, অ্যাকশনে ভরপুর থাকবে এই ছবিতে। সিদ্ধার্থ আনন্দ নিজে জানিয়েছেন, র‌্যাম্বোর চরিত্রে হৃত্বিকের কথাই তিনি ভেবে রেখেছেন। তবে নতুন নায়ক পেলে ভেবে দেখবেন।

র‌্যাম্বো করার স্বত্ত ইতিমধ্যেই পরিচালক পেয়ে গিয়েছেন বলে জানা গিয়েছে। এখন অপেক্ষা শুধু নায়ক চূড়ান্ত হলেই শুরু হয়ে যাবে ছবির শ্যুটিং।
১৬ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে