বিনোদন ডেস্ক : বাংলা সংগীতের দুনিয়া বর্তমানে অনেকটাই দখল করে নিয়েছেন নতুন প্রজন্মের শিল্পীরা। তাদের মধ্যে আরেফিন রুমি এবং পড়শীর নাম উল্লেখ করার মতো। এই দুই শিল্পীর বেশ করয়েকটি গানই দর্শক হৃদয়ে গভীর ভাবে দাগ কেটেছে। তবে বিভিন্ন কারণে রুমির সুরে গত কয়েক বছর যাবত পড়শীর গান করা হয়নি। তবে অনেকদিন বিরতী নিয়ে হলেও আবার শোনা যাবে এই সফল জুটির গান।
সম্প্রতি এই জুটি ‘শুধু তুমি’ শিরোনামে একটি দ্বৈত গানে কন্ঠ দিয়েছেন। ফয়সাল রাব্বিকীনের কথায় গানের সুর-সংগীতায়োজন করেছেন আরেফিন রুমি। সিএমভি থেকে কয়েক দিনের মধ্যেই প্রকাশ পেতে যাচ্ছে আরেফিন রুমির ‘তোমারই নামে’ অ্যালবামটি। আর এই অ্যালবামের মধ্যেই থাকছে পড়শীর সেই গানটি। তবে এই অ্যলবামটিতে আরেফিন রুমির মোট তিনটি গান থাকবে। এর মধ্যে একটি শুধু পড়শী কণ্ঠ দিয়েছেন।
১৬ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই