বিনোদন ডেস্ক : একদা ঢাকা চলচ্চিত্রের অশ্লীল যুগের অবসান হলেও এখনো খুব একটা শ্রী লক্ষ্য করা যায় না রঙিন পর্দায়। অশ্লীল যুগের নায়িকারা পর্দায় না থাকলেও আছে মসলাদার আইটেম গান।
সেই আইটেম গানের ফাঁক গলেই আবার বড়পর্দায় আসছেন সেই যুগের ঝড় তোলা নায়িকা মুনমুন। তবে অতি খোলামেলা পোষাকে এবার আপত্তি তার। একি মুনমুনের ছল! নাকি সত্যিই বদলেছেন মুনমুন?
মিনহাজুল ইসলামের পরিচালনায় ‘মেঘকন্যা’ ছবিতে একটি আইটেম গানের সঙ্গে নাচবেন মুনমুন। সম্প্রতি এ বিষয়ে লিখিত চুক্তিও সম্পন্ন হয়েছে।
আইটেম কন্যা হিসেবে কাজ করা প্রসঙ্গে মুনমুন বললেন, ‘আইটেম গানে কাজ করার প্রস্তাব প্রায়ই আসে। তবে এত খোলামেলা পোশাকে অভিনয় করতে চাই না। তাই অনেককেই ফিরিয়ে দিয়েছি। কিন্তু মিনহাজুলের অফারটি আমার পছন্দ হয়েছে। আমি যা যা চেয়েছি, সে তা দিতে সম্মত হয়েছি। তাই কাজটি করব বলে কথা দিয়েছি।’
১৭ ফেব্রুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস