বিনোদন ডেস্ক : চলচ্চিত্রের জনপ্রিয় মুখ মান্না না ফেরার দেশে চলে যাওয়ার আট বছর পূর্ণ হলো আজ। ২০০৮ সালের এ দিনে সমগ্র দেশবাসীকে কাঁদিয়ে মান্না চলে যান সুন্দর এই পৃথিবী ছেড়ে। সেদিনের সেই দুঃসংবাদটা অনেকে আজও মেনে নিতে পারেনি।
আগের দিন মান্নার প্রিয় কর্মস্থল এফডিসি থেকে হাসিমুখে সকলের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় যান তিনি। সকালবেলা জানা গেল হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন মান্না। এ খবরটা শুনেই চলচ্চিত্র জগতের সকলে বিস্মিত ও অবাক হন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে উৎকণ্ঠা।
কারণ মান্না তখন রাজধানীর ইউনাইটেড হাসপাতালের লাইফ সাপোর্টে। তার এমন সংবাদে চলচ্চিত্র জগতের প্রিয় মুখগুলো ছুটতে থাকেন হাসপাতালে। কারণ এ দুঃসংবাদের জন্য প্রস্তুত ছিলেন না কেউ। তার পরের ঘটনাগুলো সকলেরই জানা। এফডিসিজুড়ে শুধু নয় সারা দেশজুড়ে মান্নার মৃত্যু বয়ে আনলো শোকের ছায়া।
অনেক ব্যবসাসফল ছবির এ নায়ককে আজও একইভাবে মনে রেখেছেন ভক্তরা। মান্নার মৃত্যুর খবরে সবার চোখে মুখে অভিব্যক্তি একটাই, সব শেষ। মান্নার চলে যাওয়ায় চলচ্চিত্রের সব শেষ না হয়ে গেলেও সব শেষ হওয়ার পথে। এক শাকিব খান একা টেনে নিয়ে যাচ্ছেন। তাই তো আজও চলচ্চিত্রের শুটিং ডাবিং থেকে শুরু করে নেতৃত্ব আন্দোলন যে কোনো ভাল বিষয়েই উঠে আসে মান্নার নাম।
আজও চলচ্চিত্রাঙ্গনের মানুষেরা মান্নার অভাবটা প্রতিটি মুহূর্তে অনুভব করেন। মান্নাবিহীন যে কোনো আন্দোলনই যেন গতিহারা, মান্নাবিহীন পুরো চলচ্চিত্রটাই কেমন যেন ছন্নছাড়া। চলচ্চিত্রের অনেকে এখনও আফসোস করে অকপটে স্বীকার করেন, মান্না থাকলে এমনটি হতো, কিংবা মান্না থাকলে এমনটি হতো না।
কারণ, মান্না শুধু একজন নায়ক কিংবা অভিনয় শিল্পীই ছিলেন না। তিনি ছিলেন আপাদমস্তক একজন সিনেমাপ্রেমী মানুষ। দর্শকদের ভালোবাসা পাওয়া একজন শিল্পীর জন্য যা সবচেয়ে বড় পাওয়া। মান্না এ ভালোবাসা এত বেশি পেয়েছেন যা হিসাব করে বলা যাবে না। তাই তো তার অষ্টম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে গিয়ে চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলছেন কে বলে মান্না নেই? মান্না আছেন এবং থাকবেন সবার হৃদয়ে।
শিল্পী সমিতিতে দোয়া মাহফিল : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মান্নার মৃত্যুবার্ষিকী উপলক্ষে মান্নাসহ ফেব্রুয়ারিতে যেসব শিল্পী মারা গেছেন তাদের জন্যও আজ কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করেছে শিল্পী সমিতি। এফডিসির আর্টিস্ট স্টাডি রুমে আয়োজিত দোয়া মাহফিলে (বাদ আসর) উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। এমজমিন
১৭ ফেব্রুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস