বিনোদন ডেস্ক : ক্যাটরিনা-রণবীরের প্রেম কাহিনির শেষ হয়েও যেন হচ্ছেই না। বিচ্ছেদ হয়ে গেলে কী হবে, দু’জনকে নিয়ে আলোচনা থামছে না বরং দিনকে দিন তা বেড়েই চলেছে। ভক্তদের তো পোয়া বারো। রোজই রসালো গল্প শুনতে পারছেন তারা। শোনা যাচ্ছে, অনেক দিন আগেই নাকি সালমান এই ব্রেকআপের ভবিষ্যৎ বাণী করেছিলেন।
সময়টা ২০০৯। তখন সবে ‘আজব প্রেম কি গজব কাহানি’তে রণবীর কাপূরের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ছে ক্যাটরিনা কাইফের। সালমানের গার্লফ্রেন্ড তখন ক্যাটরিনা। সব দেখেশুনে আর নাকি চুপ থাকতে পারেননি সাল্লু মিয়াঁ। মদ্যপ অবস্থায় ছুটে গিয়েছিলেন লেডি লভের কাছে। নেশা জড়ানো গলায় বলেছিলেন, তুমি ভুল করছো। আমাকে ছেড়ে রণবীরের কাছে গেলে এক দিন পস্তাতে হবে তোমাকে! দেখবে, তোমাকে আঘাত দেবে রণবীর!
গত বছর পর্যন্ত ক্যাটের প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন রণবীর। লিভ টুগেদারও শুরু করেছিলেন তারা। ব্যালকনিতে দাঁড়িয়ে চুমু খাওয়া থেকে হাতে হাত যুগলের ছবিও এসেছিল প্রকাশ্যে। এমনটাও শোনা গিয়েছিল, বিয়েও করতে চলেছেন তারা। কিন্তু, এ বছরের গোড়াতেই সে জুটি ভেঙে খান খান। শেষ পর্যন্ত সালমানের ভবিষ্যৎ বাণীই মিলে গেল তা হলে!
১৭ ফেব্রুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস