বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৬, ০৫:৫৭:৫১

অভিনয়ের মাঝে হঠাৎ হারিয়ে যাওয়া বলিউড নায়িকারা

অভিনয়ের মাঝে হঠাৎ হারিয়ে যাওয়া বলিউড নায়িকারা

বিনোদন ডেস্ক : বলিউডে অনেক নায়িকা এসেছেন আবার হারিয়েও গিয়েছেন। কেউ টিকে গেছেন কেউ বা একটা দু’টো হিট সিনেমার পরই অভিনয় জগৎ থেকে সন্ন্যাস নিয়েছেন। বিশেষ করে অনেকেই বিয়ের পর অভিনয় ছেড়ে দিয়েছেন। অভিনয়ের মঝ পথ থেকে হারিয়ে গেলেন যে সব বলিউড নায়িকারা তাদের মধ্যে কারা রয়েছেন জেনে নিন:

১. মহিমা চৌধুরী: ‘পরদেশ’ ছবিতে অভিনয়ের পর প্রচারের আলোয় আসেন। এর পর আর কোনও ছবিতে সে রকম সাফল্য পাননি। আস্তে আস্তে হারিয়ে যান।

২. ভূমিকা চাওলা: বলিউডে তেরে নাম ছবিতে আত্মপ্রকাশ। এর পর অভিষেক বচ্চনের সঙ্গেও অভিনয় করেছেন। যোগগুরু ভরত ঠাকুরকে বিয়ে করার পরই অভিনয় জগৎ থেকে নিজেকে গুটিয়ে নেন।

৩. ময়ূরী কঙ্গো: পাপা কহেতে হ্যায় ছবিতে গুডি গার্ল হিসাবে দেখা গিয়েছিল যুগল হংসরাজের বিপরীতে। সেই ছবিটি জনপ্রিয় না হলেও তার জনপ্রিয়তা বেড়েছিল। কিন্তু বেশি দিন টেকেনি। বিয়ে করে সংসার করছেন।

৪. অন্তরা মালি: শেষ দেখা গিয়েছিল ২০১০-এ …অ্যান্ড ওয়ান্স এগেন ছবিতে। বলিউড ফটোগ্রাফার জগদিশ মালির মেয়ে অন্তরা মালি।

৫. গ্রেসি সিংহ: মুন্নাভাই এমবিবিএস মনে আছে? সেখানে লেডি ডাক্তারের ভূমিকায় এবং সঞ্জয় দত্তের বিপরীতে ছিলেন। প্রথম ছবি আমিরের লগান। মুন্নাভাইতে অভিনয় করার পরই হঠাত্ হারিয়ে যান।

৬. নম্রতা শিরোদকার: সঞ্জয় দত্তের সঙ্গে বাস্তব, এবং ব্রাইড অ্যান্ড প্রেজুডিস ছবিতে অভিনয় করেন। কিন্তু বিয়ের পর পরই একেবারে উধাও হয়ে যান সিনেমা থেকে।

৭. ভাগ্যশ্রী: সালমানের বিপরীতে ম্যায়নে প্যার কিয়া ছবিতে আত্মপ্রকাশ। সেই সময়কার বহুচর্চিত নায়িকা। ‘ম্যায়নে পেয়ার কিয়া’ ছবিতে ভাগ্যশ্রী ও সালমানের অনবদ্য কেমিষ্ট্রির কথা এখনো মনে রয়েছে সালমান ভক্তদের। বিয়ের পরই তার কেরিয়ার নষ্ট হয়ে যায় এবং একদা সালমানের এই সাবেক প্রেমিকা সিনেমা থেকে হারিয়েও যান।

৮. গায়ত্রী ওবেরয়: স্বদেশ ছবিতে শাহরুখ খানের বিপরীতে ছিলেন। এই ছবির হাত ধরেই প্রচারের আলোয় আসেন। এই ছবির পরই তিনি বিয়ে করেন এবং হারিয়ে যান বলিউড থেকে।

৯. মধু: ‘ফুল অউর কাঁটে’, ‘রোজা’ ছবিতে অসামান্য অভিনয় করেন। তার পর সেই ভাবে লিডিং রোল পাননি। পরে কয়েকটা ছবিতে পার্শ্ব চরিত্রে দেখা গিয়েছে। এখন আর দেখাই যায়না।

১৭ ফেব্রুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে