বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৬, ০৯:০৮:৪৬

কেন শ্রীদেবী হতে চাইলেন না বিদ্যা বালান?

কেন শ্রীদেবী হতে চাইলেন না বিদ্যা বালান?

বিনোদন ডেস্ক : বলিউডের জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী বিদ্যা বালানের প্রিয় অভিনেত্রী শ্রীদেব। অথচ সেই তিনিই শ্রীদেবীর চরিত্রে অভিনয় করতে অস্বীকৃতি জানালেন! তাকে প্রস্তাব দেয়া হলেও সে প্রস্তাব তিনি ফিরিয়ে দিলেন! এ তবে কেমন কথা?

জানা গেছে, শ্রীদেবী ও কমল হাসান অভিনীত ১৯৮৩ সালের জনপ্রিয় ছবি ‌‘সাদমা’ নতুন করে তৈরি হতে যাচ্ছে। বিদ্যার কাছে নতুন ‘সাদমা’য় অভিনয়ের প্রস্তাবও এসেছে। কিন্তু এরই মধ্যে সেই ছবিতে অভিনয় করবেন না বলে জানিয়ে দিয়েছেন এই অভিনেত্রী।

বিদ্যা বালান ‘সাদমা’ ছবিতে শ্রীদেবীকে এক অটিস্টিক নারীর ভূমিকায় দেখা গিয়েছিল। দারুণ অভিনয় করে তিনি সে সময় দর্শকের মন জয় করেছিলেন। এবার এই ছবির রিমেক নির্মাণ করতে যাচ্ছেন লয়েড বাপ্তিস্তা।

একটি সূত্র জানিয়েছে, শ্রীদেবীর জায়গায় এই সিনেমায় নির্মাতার প্রথম পছন্দ বিদ্যা বালান। তবে বিদ্যা নাকি এখনই ‘গুরুজন’ শ্রীদেবীর জায়গায় নিজেকে ভাবতে নারাজ। তার মতে, গুণী এই অভিনেত্রীর অভিনয়ের সঙ্গে পাল্লা দেওয়ার ক্ষমতা এখনো কারও হয়নি। এই ছবিতে আগ্রহ না দেখানোর পেছনে অবশ্য অন্য কারণ দেখছেন অনেকে।
১৭ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে