বিনোদন ডেস্ক : আজ ১৭ ফেব্রুয়ারি ঢাকাই চলচ্চিত্রের অন্যতম সফল নায়ক মান্নার অষ্টম মৃত্যুবার্ষিকী। বাংলাদেশের বহু সংখ্যক ব্যবসা সফল ছবির এই তারকা অভিনেতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ব্যাপক আয়োজন হাতে নিয়েছে মান্না ফাউন্ডেশন।
এরমধ্যে আজ বুধবার সারা দেশে এই অভিনেতার রুহের মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল ও কুরআন খতমের আয়োজন করা হয়েছে।
সুপারস্টার মান্না আমৃত্যু বাংলাদেশ চলচ্চিত্রশিল্পী সমিতির সাধারণ সম্পাক ছিলেন। তিনি একজন জাতীয় চলচ্চিত্র পুরষ্কারপ্রাপ্ত অভিনেতা এবং একজন সফল প্রযোজকও ছিলেন।
১৯৮৪ সালে বিএফডিসি আয়োজিত নতুন মুখের সন্ধানে কার্যক্রমে মান্না চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। তার প্রথম আভিনীত ছবি ‘তওবা’(১৯৮৪)।মান্না প্রায় সাড়ে তিন শতাধিক ছবিতে অভিনয় করেছেন।
তার অভিনীত উল্লেখযোগ্য ছবি হচ্ছে- ‘সিপাহী’, ‘যন্ত্রনা’, ‘অমর’, ‘পাগলী’, ‘দাঙ্গা’, ‘ত্রাশ’, ‘জনতার বাদশা’, ‘লাল বাদশা’, ‘আম্মাজান’, ‘দেশ দরদী’, ‘অন্ধ আইন’, ‘স্বামী স্ত্রীর যুদ্ধ’, ‘অবুঝ শিশু’, ‘মায়ের মর্যাদা’, ‘মা বাবার স্বপ্ন’, ‘হৃদয় থেকে পাওয়া’ ইত্যাদি।
উল্লেখ্য, ১৯৬৪ সালে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় জন্মগ্রহণ করেন মান্না। তার আসল নাম এস. এম. আসলাম তালুকদার।
১৭ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন