বিনোদন ডেস্ক : অনেকদিন পর আবারও একসঙ্গে গান গাইলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আরফিন রুমি ও পড়শী। দীর্ঘ বিরতীর পর এই দুই শিল্পী ‘শুধু তুমি’ শিরোনামের একটি গানে দ্বৈতকণ্ঠ দিয়েছেন। ফয়সাল রাব্বিকীনের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আরফিন রুমি।
খুব শিগগিরই সিএমভি থেকে প্রকাশিত হবে আরফিন রুমির ‘তোমারই নামে’ শিরোনামের অ্যালবাম। এ অ্যালবামের জন্যই এই গানটি করা হয়। এ ছাড়াও অ্যালবামে আরফিন রুমির মোট তিনটি গান রয়েছে। এ তিনটি গানের কথাও লিখেছেন ফয়সাল রাব্বিকীন। তিনটির মধ্যে একটি একক ও দুটি দ্বৈত গান রয়েছে।
রুমি বলেন, ‘গানটি যেন তৈরিই হয়েছে পড়শীর জন্য। রেকর্ডিং করার পর এমনটাই মনে হয়েছে। অসাধারণ গেয়েছে সে। এর মাধ্যমে দীর্ঘ সময় পর আমি ও পড়শী নতুন গান করলাম। আশা করছি, সবার ভালো লাগবে।’
১৭ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন