বিনোদন ডেস্ক : বলিউড বাদশা শাহরুখ খানের বিপরীতে ‘রইস’ সিনেমায় অভিনয় করছেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। এ ছবির শুটিং বেশ কিছুদির ধরে চললেও শাহরুখের সাথে এখন পর্যন্ত দেখা হয়নি মাহিরার। তবে শেষ পর্যন্ত তাদের দেখা হল গুজরাটের ভূজে।
‘রইস; সিনেমায় শাহরুখের সঙ্গে মাহিরাকে নিয়ে মিডিয়ায় আগ্রহের কমতি ছিল না। যদিও মাহিরা শুটিংয়ে যুক্ত হয়েছেন আগেই, কিন্তু শাহরুখের সঙ্গে তাকে দেখা যায়নি একবারো। আর এবার সেই কাঙ্ক্ষিত ক্ষণটি! মানে শাহরুখের সঙ্গে শুটিংয়ে প্রথমবার দেখা মিললো পাকিস্তানি মাহিরার!
বর্তমানে ছবিটি শুটিং চলছে গুজরাটের ভূজে। যেখানে আছেন পুরো ‘রইস’ টিম। গেল বছরের নভেম্বরে অসহিষ্ণুতা নিয়ে কথা বলায় শাহরুখকে সেখানকার বিশ্ব হিন্দু পরিষদের কর্মীরা শুটিং করতে বাধা দেয়। এমনকি শাহরুখের গাড়ি লক্ষ্য করে সম্প্রতি হামলাও করে।
১৭ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন