বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৬, ১২:২৬:২৮

দ্য রকের সাথে প্রিয়াঙ্কার ভিডিও ভাইরাল

দ্য রকের সাথে প্রিয়াঙ্কার ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক : প্রিয়াঙ্কা চোপড়া মাত্র ১৮ বছর বয়সেই মিস ওয়ার্ল্ড হয়েছিলেন। এরপর থেকেই সাফল্য কখনই হাত ছাড়েনি তার। এবার সেই সফলতার পালকে যুক্ত হয়েছে হলিউড।

সম্প্রতি হলিউডের ‘কোয়ান্টিকা’ সিরিজে কাজ করে নিজের ঝুলিতে পুরষ্কারও ভরেছেন। এরপর আরেকমাত্রা সফলতা হচ্ছে তিনি বিখ্যাত ‘বেওয়াচ’ ছবিতে দ্য রকখ্যাত ডোয়েন জনসন-এর বিপরীতে অভিনয় করছেন। সেও আবার যেন তেন না নয়, একেবারেই ভিলেন!

মঙ্গলবার জনসন নিজেই ইনস্টাগ্রামে প্রিয়ঙ্কার সঙ্গে ভিডিও পোস্ট করে আনুষ্ঠানিক ঘোষণা করেন। তার পর থেকেই ভাইরাল সেই ভিডিও। ২০১৭-র মে মাসে মুক্তি পেতে চলেছে বেওয়াচ।

নব্বইয়ের দশকের বিখ্যাত টেলিসিরিজ বেওয়াচ অবলম্বনে তৈরি ছবি পরিচালনা করবেন সেথ জর্ডন। ২০০৯ সালে পিঙ্ক প্যান্থার টু ছবিতে দেখা গিয়েছিল ঐশ্বর্য রাই বচ্চনকে। তার সাত বছর পর ফের কোনও বলিউড অভিনেত্রীকে দেখা যাবে হলিউড ছবিতে। প্রিয়ঙ্কার পাশাপশি হলিউডে ডেবিউ করছেন দীপিকা পাডুকোন। ‘এক্স থ্রি: দ্য রিটার্ন অফ জেন্ডার কেজ’ ছবিতে ভিন ডিজেলেন বিপরীতে দেখা যাবে তাকে।
১৭ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে