বিনোদন ডেস্ক : বলিউডের আমির খান ও সালমান খানের আসন্ন ছবি ‘দঙ্গল’ ও ‘সুলতান’ প্রায় একই ঘরাণার ছবি। দু’টি ছবিই জীবনঘনিষ্ঠ। এই ছবি দুটির একটিতে আমির খান পালোয়ানের ভূমিকায় আরেকটিতে সালমান খান কুস্তিগিরের ভূমিকায় অভিনয় করেছেন।
এদিকে তাদের এই ছবি দু’টি প্রায় কাছাকাছি সময়েই মুক্তি পাবে। অনেকে ভেবেছিলেন ছবি নিয়ে বোধ হয় দুই খানের মধ্যে তুমুল প্রতিযোগিতা হবে। হতে পারে হয় তো আড়াআড়িও। কিন্তু সে জল্পনা একেবারেই নস্যাত করে দিয়েছেন আমির খান। অনেকটা নিন্দুকের মুখে ছাইচাপা দেয়ার মত।
সম্প্রতি সোনম কাপুর অভিনীত ‘নীরজা’ ছবিটির প্রিমিয়ার শোতে অংশ নিয়ে আমির খান জানিয়েছেন,‘ দু’জনেই কুস্তিগীরের চরিত্রে অভিনয় করেছি। কিন্তু তাতে কিছু এসে যায় না। আমার ধারণা, দু’টো ছবিই ভাল ব্যবসা করবে। আর সালমানের ছবি আমার বেশ ভালই লাগে।’
এছাড়াও আমির খান আরও বলেছেন, ‘সুলতান’ খুব ভালো ব্যবসা করবে। আমিও অপেক্ষায় আছি ‘সুলতান’ দেখার জন্য।
‘সুলতান’ মুক্তি পাবে আগামী ঈদে। আমিরের ‘দঙ্গল’ ক্রিসমাসে। আমিরের ‘দঙ্গল’ কুস্তিগীর মহাবীর ফোগাটের বায়োপিক। তবে ‘সুলতান’ ফিকশন চরিত্র। আমিরের ছবি মুক্তি পাবে সালমানের ছবির পরেই।
১৭ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন