বিনোদন ডেস্ক : গত জুলাই মাসজুড়ে ছিল ছাত্র-জনতার আন্দোলন। সেই আন্দোলনের কারণে গত ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে গেছেন স্বৈরাচার শেখ হাসিনা। সেই আন্দোলনের আঁচ এসে পড়েছিল ছোট পর্দার শিল্পীসহ সমাজের নানা শ্রেণি-পেশার মানুষের মধ্যে। এ আন্দোলনে শুরু থেকেই শিক্ষার্থীদের পক্ষে সরব থেকেছেন জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম।
তবে আন্দোলন চলাকালীন সময়ে উল্টো ছাত্রদের বিরুদ্ধে বিবৃতি দেয় ছোট পর্দার অভিনয়শিল্পীদের সংগঠন ‘অভিনয়শিল্পী সংঘ’। পাশাপাশি খানিকটা নীরব ভূমিকা পালন করে তারা। এ কারণে ওই সংগঠন থেকে স্বেচ্ছায় অব্যাহতি নেন এই অভিনেত্রী। এসংক্রান্ত একটি পোস্ট ফেসবুকে ছড়িয়ে দেন ওই সময়।
সেখানে তিনি লেখেন, “ইক্যুইটি মানে ন্যায়, ন্যায়বিচার। ন্যায়ের কথা বলে চলমান পরিস্থিতিতে ন্যায়ের সঙ্গে প্রকাশ্যে আপস মেনে নেওয়া ব্যক্তিগতভাবে আমার পক্ষে সম্ভব হচ্ছে না। কারণ শিল্পী হিসেবে আমি আমার দায়বদ্ধতার জায়গায় দায়বদ্ধ। সেই দায়বদ্ধতা থেকে আমি ‘অভিনয়শিল্পী সংঘ’ থেকে অব্যাহতি গ্রহণ করলাম।
তিনি আরো লেখেন, অভিনেতা-অভিনেত্রীদের প্রাণের এই সংগঠন দেশ তথা জাতীয় বিষয়ে লোক-দেখানো অভিনয় না করে বিবেক এবং চেতনা বোধ জাগ্রত করে মাথা সমুন্নত রেখে এগিয়ে যাক, সেই আশাবাদ ব্যক্ত করছি।
তবে মমর অব্যাহতি নিয়ে কালের কণ্ঠ’র পক্ষ থেকে সম্প্রতি কথা হয় সংগঠনটির সভাপতি আহসান হাবিব নাসিমের সঙ্গে। তিনি বলেন, ‘মমর অব্যাহতিপত্র আমরা পাইনি। মম তো আমাদের কাছে পদত্যাগ করেনি, ফেসবুকে করেছেন। তাই এটি নিয়ে কথা না বলাই ভালো।
এরই মধ্যে অভিনয়শিল্পী সংঘের নানা কার্যক্রমের বিরুদ্ধে সংস্কার দাবি করেছে অভিনয়শিল্পীদের একটি দল। তারা বেশ কিছু সভা-সমাবেশও করেছে। তাদের দাবি প্রসঙ্গে নাসিম বলেন, ‘বিষয়টি নিয়ে আমাদের আলোচনার সুযোগ রয়েছে। তাই আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। পাশাপাশি আগামীকাল ১৮ সেপ্টেম্বর আমরা সাধারণ সভার ডাক দিয়েছি। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে।’