বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৬, ০৫:৩৯:২৬

ভক্ত বটে! ইচ্ছে শুধু শাহরুখ খানের সুইমিং পুলে সাঁতার কাটা

ভক্ত বটে! ইচ্ছে শুধু শাহরুখ খানের সুইমিং পুলে সাঁতার কাটা

বিনোদন ডেস্ক : শাহরুখ খানের এক ভক্ত। যিনি শাহরুখের সাথে না ছবি, না অটোগ্রাফ, এর প্রতি কোন আগ্রহ নেই। তার যত লোভ, বাদশার সুইমিং পুলে একবার সাঁতরে গোসল করা! তাহলে এমন ভক্তও হয়?

হ্যাঁ তেমনই এক ভক্ত হয়েছেন শাহরুখ খানের। যিনি সুইমিং পুলে গোসল করার জন্য শাহরুখ খানের বাড়িতে লুকিয়ে ঢুকে পড়েছেন। আর সাঁতারও কেটেছেন সেখানে! এমনটাই জানিয়েছেন শাহরুখ খান। তাহলে সেই পাগল ভক্তটি কে?

নিজের আসন্ন ছবি ‘ফ্যান’-এ এক নাছোড়বান্দা ফ্যানের চরিত্রে অভিনয় করছেন কিং খান। নতুন ছবির সাংবাদিক সম্মেলনে নানা অভিজ্ঞতার ঝুলি উপুড় করে দিলেন তিনি। সেখানেই ওই ব্যতিক্রমী ভক্তের কথা জানিয়েছেন তিনি।

শাহরুখ বলেছেন, এক রাতে একটি লোক আমার বাড়িতে ঢুকে জামাকাপড় খুলে সোজা ঝাঁপ দেয় সুইমিং পুলে। সাঁতার কাটতে থাকে। নিরাপত্তারক্ষীর হাতে পড়ে সে বলে, কিছুই চাই না। শুধু শাহরুখ খানের সুইমিং পুলে স্নান করার সাধ হয়েছিল।

‘দিলওয়ালে’ নায়ক বলেছেন, আমার কাছে ব্যাপারটা খুব মজার, চমত্কার মনে হল। খবর পেয়ে নীচে নেমে এসে আমি লোকটিকে জড়িয়ে ধরি। সে ছবি তুলতেও চায়নি, অটোগ্রাফও নেয়নি।

তবে কোনও অনুরাগীকে কি পেয়েছেন যার ‘পাগলামো’ তাকে বিব্রত করেছে? শাহরুখ বলেছেন, মহিলা ভক্তরা তাকে কখনও ভোগায় না, আর পুরুষ ভক্তরা সাধারণত সুন্দর, ভদ্র।

তিনি নিজে সাধারণ থাকেন, তাই ভক্তরা তার সঙ্গে নিজেদের মেলাতে পারে বলে জানান শাহরুখ। তিনি বলেছেন, আমার স্টারডম দাঁড়িয়ে রয়েছে যে জিনিসটার ওপর, সেটা হল এই যে, আমি খুবই মামুলি, সাধারণ হয়ে থাকি। হয়ত এজন্যই আমার ফ্যানরাও খুব সাধারণ, ঠান্ডা মেজাজের। আমার তো পেশী ফোলানো, ভয় দেখানো চেহারা নয়। আমাকে অস্বস্তিতে ফেলেছে, এমন ভক্ত কোনওকালেই ছিল না আমার।
১৭ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে