বিনোদন ডেস্ক : বলিউডে বর্তমানে খুব আলোচিত একটি ছবির নাম ‘রোবোট’। তৈরি হচ্ছে এ ছবিটির সিক্যুয়েল। আগেরটির মত এতে রজনীকান্তই থাকছেন মুল ভূমিকায়। তবে তার সাথে যুক্ত হয়েছেন বলিউড খিলাড়ি অক্ষয় কুমার। এ খবরটা অবশ্য এখন পুরনো হয়ে গেছে। তবে নতুন যে খবরটি পাওয়া গেল তা শুনলে যে কারো চোখই কপালে উঠবে। কি সেই খবর?
নতুন খবর হল, এই ছবিতে একটি ফাইটিং দৃশ্যের জন্য গুণে গুণে খরচ করা হচ্ছে ২০ কোটি রুপি! বাপ রে! বাড়ি কাছে? এতো টাকা মাত্র একটি ফাইটিং দৃশ্যের জন্য! ভাবছেন গপ্প? না। এটাই সত্যি।
একটা ফাইট সিকোয়েন্সের খরচ ২০ কোটি টাকা। 'রোবোট'-এর সিক্যুয়েলে রজনীকান্ত বনাম অক্ষয়কুমারের মধ্যে মারামারির একটা দৃশ্যে এই পরিমাণ টাকাই খরচ হবে। এস শঙ্কর পরিচালিত এই ছবি এখনও পর্যন্ত ভারতীয় সিনেমার সবচেয়ে দামী ছবি হিসেবে নির্মিত হবে। যা পেছনে ফেলে দেবে ২৫০ কোটির 'বাহুবলী'কেও।
২০১০-এ মুক্তি পেয়েছিল রজনীকান্ত ও ঐশ্বরিয়া রাই অভিনীত 'রোবোট'। রোবোটের সিক্যোয়েল '2.0' সব অর্থেই 'বিশাল'। দক্ষিণী মেগাস্টার রজনীকান্তের সঙ্গে এই ছবিতে রয়েছেন বলিউডের 'খিলাড়ি' অক্ষয় কুমার।
শুভ-অশুভর প্রতীকি লড়াইয়ে বিশাল ধ্বংসকাণ্ড ঘটবে। যার জন্য ২০ কোটি টাকার বাজেট স্থির করা হয়েছে। এই একটি দৃশ্য ছাড়াও গোটা ছবির ভিস্যুয়াল এফেক্ট হলিউডের সঙ্গে পাল্লা দেবে বলে দাবি করেছেন পরিচালক।
১৭ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন