বিনোদন ডেস্ক : রোমানিয়ার টেলিভিশন সঞ্চালিকা লুলিয়া ভানটুরের সঙ্গে সালমান খানের সম্পর্ক নিয়ে বলিউড পাড়ায় বেশ কিছুদিন ধরেই মুখরোচক কথা বার্তা শোনা যাচ্ছে। এরইমধ্যে ভেন্টুরের একটি রিয়েলিটি শো-এর প্রোমোট করলেন বলিউডের ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’ খান সালমান।
৫০ বছর বয়সের দাবাং খান তার ট্যুইটার পেজে ওই শো-এর ভিডিও পোস্ট করেছেন। ওই ভিডিওটিতে লুলিয়া ভানটুরকে রোমান ভাষায় কথা বলতে দেখা যাচ্ছে।
ভিডিও পোস্ট করে রসিকতাও করেছেন ভাইজান সালমান। ক্যাপশনে ভক্তদের উদ্দেশে লিখেছেন, ‘কিছু বুঝতে পারছেন?’ সালমান অনেকটা সময় তার ফার্ম হাউসে থাকেন। তিনি চাষবাস নিয়ে রিয়েলিটি শো করার ইচ্ছের কথাও জানিয়েছেন।
১৭ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই