বিনোদন ডেস্ক : প্রকৃতিক ভাবে দেশকে সবুজায়র করে তুলতে নানা পরিকল্পনা নেয়া হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে৷ সেরকমই একটি পরিকল্পনা ‘স্প্রাউট’ পেনসিল৷ পেনসিল ব্যবহার করতে ছোট ছোট হয়ে গেলে তা ফেলে না দিয়ে, বীজ রোপনের মতো ব্যবহার করা যায়৷ সম্প্রতি এই পেনসিলে মজলেন অক্ষয় কুমার৷
পেনসিল ছোট হয়ে গেলে সাধারণত তা ফেলেই দেয়া হয়৷ ফেলে দেয়া পেনসিলকে ব্যবহারপোযোগী করার এ কৃতিত্ব এমআইটি ইউনিভার্সিটির একদল ছাত্রের৷ অফিসে ব্যবহারপোযোগী কোনো জিনিসকে ইকো ফ্রেন্ডলি করে তোলার লক্ষ্য ছিল তাদের৷ সে কারণে তারা তৈরি করেন ‘সিড ক্যাপসুল’৷ এর মধ্যেই বীজ সংরক্ষিত করে রাখা হয়৷
তবে এবার এই ক্যাপসুল জুড়ে দেয়া হয় পেন্সিলের সঙ্গে৷ পেন্সিল ব্যবহার করতে করতে ছোট হয়ে গেলে, ফেলে না দিয়ে তা টবে লাগিয়ে দেয়া যেতে পারে৷ জল দিলেই ক্যাপসুলের বীজ থেকে বেরোবে চারাগাছ৷ বেশ কয়েক বছর ধরেই বাজারে আছে এই ধরনের পেনসিল৷ বৈচিত্র আনতে আনা হয়েছে রঙ পেন্সিলও৷ এই আইডিয়াই মুগ্ধ করেছে অক্ষয় কুমারকে৷
১৭ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই