বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:০২:০৬

ফ্যানদের সন্তুষ্ট করতে ‘ফ্যান’ই ভরসা শাহরুখের

ফ্যানদের সন্তুষ্ট করতে ‘ফ্যান’ই ভরসা শাহরুখের

বিনোদন ডেস্ক : বলিউড কিং খান শাহরুখ অভিনীত ‘দিলওয়ালে’ নিয়ে ফ্যানদের যে প্রত্যাশা ছিল, ছবিটি তা পূরণ করতে পারেনি৷ ফ্যানদের সন্তুষ্ট করতে তাই ‘ফ্যান’-এর দাওয়াই নিয়ে আসছেন বলিউড বাদশা। মাদার তুসোর মিউজিয়ামে হয়েছে এ ছবির শুটিং৷ কিংবদন্তি এই মিউজিয়ামে শুটিং হওয়া এটিই প্রথম ছবি৷

‘দিলওয়ালে’ সিনেমাটির অনেক আগেই ফ্যানে অভিনয়ের কাজ শেষ করেছিলেন শাহরুখ খান৷ কিন্তু পোস্ট প্রোডাকশনের কাজে দেরি হওয়ায়, ‘ফ্যান’-এর আগেই মুক্তি পেয়েছিল ‘দিলওয়ালে’৷ ওভারসিজ বাজারে ছবির সাফল্য নজরকাড়া হলেও, দেশের বাজারে ‘দিলওয়ালে’র ব্যবসা মোটেও বলিউড বাদশার ছবির মতো হয়নি। ছবির মান যেরকম তা একনিষ্ঠ শাহরুখ ফ্যানকেও সন্তুষ্ট করতে পারেনি৷ এতএব এবার ‘ফ্যান’ দিয়েই ফ্যানদের মন ভরাতে তৈরি কিং খান৷

মাদাম তুসোর মিউজিয়ামে শুটিং হওয়া এটিই প্রথম ছবি৷ ছবিতে ফ্যানের লুক আনার জন্য থ্রি-ডি স্ক্যানিংয়ের সাহায্য নিয়েছিলেন শাহরুখ৷ অস্কারজয়ী মেকআপ শিল্পী গ্রেগ ক্যানম দায়িত্ব নিয়ে তাকে ফ্যান সাজিয়েছেন৷ সবথেকে মজার বিষয় হলো শাহরুখের পুরো ‘মান্নত’কেই সেট হিসেবে বানানো হয়েছিল মুাম্বই ফিল্ম সিটিতে৷ জানা গিয়েচে, ছবিতে একটি মাত্র গান আছে, তাও আবার ডান্স নম্বর৷ এর আগে পর্যন্ত শাহরুখের ছবি মানেই গানের বিরাট ভূমিকা থাকত৷ এই প্রথম প্রায় গানহীন ছবি ফ্যানদের উপহার দিতে চলেছেন বাদশা৷

সম্প্রতি ‘রইস’ ছবির শুটিংয়ে ব্যস্ত শাহরুখ৷ আহমেদাবাদে এ ছবির শুটিং চলাকালীন তার গাড়ির উপর হামলাও চলে৷ অসহিষ্ণুতা নিয়ে অতীতে তার মন্তব্যের কারণেই এই হামলা হয়েছে৷ তারপর থেকে নিরপত্তা আরো বাড়ানো হয়েছে নায়কের৷ তবু সে সব বেষ্টনী ছাড়িয়ে ‘ফ্যান’ হয়ে ফ্যানদের সামনে মুক্তি পেতে পুরোই তৈরি রয়েছেন বাদশা৷ চলতি বছরের ১৫ এপ্রিল মুক্তি পাবে শাহরুখ খান অভিনীত এই ছবিটি৷
১৭ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে