বিনোদন ডেস্ক : বলিউড ইন্ডাস্ট্রিতে সুখের এবং ভালো দিকগুলোই সবার নজরে পড়ে। কিন্তু এর অন্তরালে এমন কিছু বিষয় রয়েছে যেগুলো অনেকেরই জানা নেই। এমনই কিছু সমস্যার কথা এর আগে অনেক নায়িকার মুখ থেকে শোনা গিয়েছে। একের পর এক নায়িকা এ নিয়ে তাদের অনেক অভিজ্ঞতার কথা জানিয়েছেন৷ কেউ কেউ গোপন করলেও, কালকি কোয়েচলিন, কঙ্গনা রানাওয়াতের মতো সাহসী অভিনেত্রী খোলাখুলিই এই বিষয়ে মুখ খুলেছেন। তারা জানিয়েছিলেন, ইন্ডাস্ট্রিতে ঢুকতে গেলে কিছু খারাপ মানুষের থাবায় পড়তেই হয়৷ সে তালিকায় নায়করাও অবশ্য আছেন৷ রণবীর সিংয়ের পর এবার এ বিষয় নিয়ে সরাসরি কথা বললেন আয়ুষ্মান খুরানা৷
‘ভিকি ডোনার’ ছবিতে অভিনয় করে খ্যাতি পেয়েছিলেন আয়ুষ্মান৷ কিন্তু তার আগেও টেলিভিশন অ্যাঙ্কারিংয়ের বদৌলতে তিনি বলিউড ইন্ডাস্ট্রিতে পরিচিত মুখ ছিলেন৷ তা সত্ত্বেও তাকে পড়তে হয়েছিল এই খপ্পরে৷ সিনেমায় সুযোগ করিয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে এক কাস্টিং ডিরেক্টর তাকে অসত প্রলোভনের প্রস্তাব দেন৷ যদিও তিনি তা করতে রাজি হননি৷ অভিনেতার মতে, কেউ যদি এ প্রস্তাব গ্রহণ করেন তাকে দোষ দেয়া যাবে না৷ কিন্তু কাস্টিং ডিরেক্টররা যে কাজটা করে চলেছেন তা মোটেও বাঞ্ছনীয় নয়৷
এর আগে এ নিয়ে কথা বলেছিলেন বলিউড সুপারস্টার রণবীর সিং৷ ইন্ডাস্ট্রিতে ঢুকতে তাকেও এর খপ্পরে পড়তে হয়েছিল৷ শেষমেশ অবশ্য রণবীর, আয়ুষ্মান দু’জনেই নিজেদের প্রতিভায় বলিউড পাড়ায় জায়গা করে নিতে পেরেছেন৷ তবে বলিউড থেকে হারিয়ে গিয়েছেন এমন মানুষের সংখ্যাও কিন্তু কম নয়৷ এসব লোকেদের দৌরাত্মের কথা বলে বলিউডের অন্ধকার জগতের দিকেই আরো একবার আঙুল তুললেন আয়ুষ্মান৷
১৭ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই