বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রানি মুখার্জি মা হয়েছেন ২০১৫ সালের ৯ ডিসেম্বর (বুধবার)। তিন একটি কন্যা সন্তান জন্ম দিয়েছেন। এই কন্যা সন্তানটির নাম রেখেছেন আদিরা। হ্যাঁ এই বিষয়টি সবারই জানা রয়েছে। তবে নতুন খবর হলো যে, মেয়ে আদিরাকে নিয়ে গৃহবন্দি রয়েছেন রানি! কেন, কি হয়েছে রানির? জানা যায় আদিরা হওয়ার পর থেকেই গৃহবন্দি রয়েছেন রানি মুখার্জি।
আসলে অবাক হওয়ার কিছুই নেই। কারণ রানিকে কেউ গৃহবন্দি করে রাখেনি। বরং তিনি স্বেচ্ছায় এই গৃহবন্দি অবস্থায় দিক কাটাচ্ছেন। মেয়ে হওয়ার পর থেকই রানির বাইরের দুনিয়ার সঙ্গে যোগাযোগ বলতে শুধু সোশ্যাল মিডিয়া। অনুরাগীদের সঙ্গেও এ ভাবেই যোগাযোগ রাখছেন। একবারও প্রকাশ্যে দেখা যায়নি তাকে।
চোপড়া পরিবারের ঘনিষ্ঠ এক সূত্র মারফত জানা গিয়েছে, রানি এখন ‘সুপার বিজি মম’। মেয়েকে খাওয়ানো, ঘুম পাড়ানো সব নিজে হাতে করতেই পছন্দ করেন নায়িকা। মেয়ের জন্য আলাদা করে ঘরও সাজিয়েছেন তিনি। আপাতত ক্যারিয়ার বিরতিতে রয়েছেন তিনি। মেয়ে কিছুটা বড় না হলে বড়পর্দায় হয়তোবা ফিরতে পারেন বলে জানা যায়। মেয়েকে সময় দেয়াই এখন রানির একমাত্র লক্ষ্য।
১৭ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই