বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:৩৮:১৮

‘ডর’ নিয়ে যে কথা বললেন শাহরুখ খান

‘ডর’ নিয়ে যে কথা বললেন শাহরুখ খান

বিনোদন ডেস্ক : ‘ডর’ সিনেমা থেকে উৎসাহ পেয়েই ২৪ বছরের স্ন্যাপডিল কর্মী দীপ্তি সারানাকে অপহরণ করা হয়েছিল৷ সিনেমায় দেখা প্রেমিকের চরিত্র থেকে অপরাধীর উৎসাহ পাওয়ার ঘটনায় ছড়িয়েছিল চাঞ্চল্য৷ এবার তা নিয়ে মুখ খুললেন ছবির নায়ক শাহরুখ খান৷ তার মতে, মানুষ ছবি দেখে খারাপ কাজে উৎসাহ পেলে তা খুবই দুর্ভাগ্যজনক৷

শাহরুখের ক্যারিয়ারে অন্যতম ল্যান্ডমার্ক ছবি ‘ডর’৷ ‘অবসেসিভ’ প্রেমিকের চরিত্রে অভিনয় করেন তিনি৷ বিপরীতে নায়িকা ছিলেন জুহি চাওলা৷ জুহির প্রতি প্রেমে যে কোনো কাজ করতে প্রস্তুত ছিল শাহরুখের অভিনীত চরিত্রটি৷ একই রকম ঘটনা ঘটে দীপ্তির ক্ষেত্রে৷ ২৪ বছরের স্ন্যাপডিল কর্মীর প্রেমে পড়েন দেবেন্দ্র নামে এক ব্যক্তি৷ একতরফা প্রেমে সাড়া না পেয়ে দীপ্তিকে অপরহরণ করে সে৷ পরে পুলিশ দীপ্তিকে উদ্ধার করে৷ অপরাধী জানায়, ‘ডর’ ছবি দেখেই এমন কাজে উৎসাহ পেয়েছিল সে৷ যদিও বিভিন্ন অপরাধে যুক্ত থাকায় পুলিশের খাতায় আগেই তার নাম ছিল৷

এমন ঘটনার সঙ্গে তাদের  সিনেমার নাম জড়িয়ে যাওয়ায় আগেই প্রতিবাদ করেছিলেন ছবির নায়িকা জুহি চাওলা৷ পাশে এসে দাঁড়িয়ে ছিলেন মহেশ ভাটের মতো পরিচালকও৷ তাদের বক্তব্য ছিল, এরকম অপরাধের জন্য বলিউডকে দোষ দেয়া যায় না৷ একই পথে হাঁটলেন শাহরুখও৷ বললেন, ‘আমরা যতটা ভাবতে পারি, আমাদের কাজ তার থেকেও বেশি মাত্রায় প্রভাবিত করতে পারে, তবে সদর্থক ভাবে৷ কোনো পরিচালকই চান না যে, তার ছবি থেকে কেউ খারাপ কাজে উৎসাহ পাক৷ যদি কেউ ছবি দেখে খারাপ কাজ করে থাকেন, তাহলে তা দুর্ভাগ্যজনক৷’
১৭ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে